নিজস্ব প্রতিবেক:উপমহাদেশের প্রখ্যাত বুযুর্গ, শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)কে নিয়ে সিলেটের নাঠ্যকার বেলাল আহমদ মুরাদের তাচ্ছিল্য মূলক বক্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভাইরাল হয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় অভিনেতা মুরাদ
ভারতের একটি অনুষ্ঠানে গেলে তিনি আল্লামা ছাহেব কিবলা (র:)এর বোনের বাড়িতে দাওয়াত খেতে যান। সেখানে তিনি উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা ফুলতলী( রহ) কে এলাকার ভাই বলে সম্বোধন করেন।
উপরোক্ত ভিডিওতে আল্লামা ফুলতলী রহ: এবং বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ্’র কেন্দ্রীয় সভাপতি আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলীকে নিয়ে তাচ্ছিল্য মূলক বক্তব্য দেন।
এই ভিডি ভাইরাল হওয়ার পরপরই দেশবিদেশের কোটি কোটি ফুলতলী রহ ভক্ত সহ সিলেটের জনসাধারণের মনে আঘাত লাগে।
এ বিষয়টি বাংলাদেশ আনজুমানে তালামিযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুফতি বেলাল আহমদ দৃষ্টিগোচর হলে তিনি সিলেট৭১নিউজকে বলেন, আল্লামা ফুলতলী (রহ.) ছিলেন ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত বুজুর্গ, দেশের সর্বজন শ্রদ্বেয় ব্যক্তিত্ব তার বিষয়ে এমন বক্তব্য যা চরম বেয়াদবি।আল্লামা ফুলতলী রহ: নিয়ে যে বক্তব্য দিয়েছেন নাট্যকার বেলাল আহমদ মুরাদ তার নিন্দা জানা তিনি।
মুরাদকে অনতিবিলম্বে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহবান জানান।
বাংলাদেশ আনজুমানে তালামিযে ইসলামিয়ার
দক্ষিণ সুরমা উপজেলার সাবেক সভাপতি আলাউদ্দিন পাশা বলেন, বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামিয়ার প্রতিষ্ঠাতা জামানার মুজাদ্দিদ শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহঃ)কে নিয়ে ফাইজলামি করে ধর্ম প্রান মুসলমানদের মনে কষ্ট দিয়েছে অভিনেতা মুরাদ। সিলেটের মানুষের কলিজা আঘাত করেছে। পীর আউলিয়াকে নিয়ে এমন ফাইজলামি কখনো মেনে নেওয়া যায় না।
উল্লেখ্য যে সিলেট নগরীর বন্দর বাজার পুলিশ ফাঁড়িতে রায়হান হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত আকবরের সাথে আলোচনায় আসেন শিবির ক্যাডার বেলাল আহমদ মুরাদ।