বিশ্বনাথ:: পূর্ব বিরোধের জের ধরে সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের সাবেক-বর্তমান মেম্বার পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। গত রোববার সন্ধ্যায় উপজেলার লামাকাজী ইউনিয়নের দত্তপুর (দিঘলী) গ্রামে ঘটনাটি ঘটে। হামলা-পাল্টা হামলার ঘটনায় পরিষদের সাবেক-বর্তমান মেম্বার আহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব বিরোধের জের ধরে রোববার সন্ধ্যায় দত্তপুর (দিঘলী) গ্রামের প্রবাসী জামাল মিয়ার বাড়ির সামনের রাস্তায় লামাকাজী ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রনজিৎ চন্দ্র ধরের উপর হামলা করেন পরিষদের ৩নং ওয়ার্ডের বর্তমান মেম্বার কাঞ্চন চক্রবর্তী। এতে আহত হন রনজিৎ চন্দ্র ধর। এরপর রনজিৎ চন্দ্র ধর আহত হওয়ার খবর পেয়ে তার আত্নীয়-স্বজন বর্তমান মেম্বার কাঞ্চন চক্রবর্তীর উপর পাল্টা হামলা করেন। এতে কাঞ্চন চক্রবর্তীও আহত। পাল্টা হামলার সময় রনজিৎ ধরের লোকজন কাঞ্চন চক্রবর্তীর বাড়ি-ঘরে ইট-পাটকেল নিক্ষেপ করেছেন বলে অভিযোগ করেছেন তার (কাঞ্চন) পক্ষের লোকজন। হামলার
ঘটনায় মুক্তিযোদ্ধা রনজিৎ চন্দ্র ধরের ভাতিজা শ্যামল চন্দ্র ধর বাদী হয়ে পরিষদের বর্তমান মেম্বার কাঞ্চন চক্রবর্তীকে প্রধান অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেছেন। মামলায় ৩ জনের নাম উল্লেখ করাসহ আরো ২/৩ জনকে অজ্ঞানামা অভিযুক্ত করা হয়েছে। এদিকে থানায় মামলা দায়েরের পর মামলার প্রধান অভিযুক্ত পরিষদের বর্তমান মেম্বার কাঞ্চন চক্রবর্তীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
হামলা-পাল্টা হামলার ঘটনায় একটি পক্ষের মামলা দায়েরে ও পরিষদের মেম্বার কাঞ্চন চক্রবর্তীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা।