মৌলভীবাজার:: মৌলভীবাজার জেলা শহরের কুসুমবাগ এলাকা থেকে দুই ভুয়া ডাক্তারকে আটক করেছে র্যাব। সিলেট র্যাব-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল গতকাল সোমবার বেলা ১টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভুয়া ডাক্তার শফিকুল ইসলাম শান্ত (৪৬) ও খালেদা আক্তারকে (৩৫) আটক করে। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শফিকুল ইসলাম শান্তকে ৩০ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং খালেদা আক্তারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। দন্ডপ্রাপ্ত প্রতারক শফিকুল ইসলাম শান্ত কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার মৃত খোরশেদ মিয়ার ছেলে।
জানা যায়, তারা ভুয়া কাগজপত্র ও ভুয়া লাইসেন্স তৈরি করে ডাক্তার সেজে প্রতারণা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র্যাবের শ্রীমঙ্গল ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আহমেদ নোমান জাকি ও এএসপি আফসান আল আলমের সমন্বয়ে একটি টিম অভিযান চালিয়ে তাদের আটক করে। এই দুই ভুয়া ডাক্তারকে এর পূর্বেও মোবাইলকোর্ট ১৫ দিনের কারাদন্ড প্রদান করেছিল।