সিলেট৭১নিউজ ডেস্ক:বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর কয়েক মাস পর হল। কিন্তু এখনও তাকে হারানোর শোক কাটিয়ে উঠতে পারেনি ভক্ত-অনুরাগী থেকে বলিউডের অনেক তারকাই। তাই তো মাঝে মধ্যেই প্রিয় নক্ষত্রকে নিয়ে পোস্ট দেয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।
এবার পূজায় মণ্ডপ সাজানো হবে সুশান্তের মুখাবয়ব দিয়ে। তার মুখ আঁকা থাকবে পটচিত্রে। বলিউডের এ তারকাকে এভাবে এবার শ্রদ্ধা জানাবে কলকাতা।
জানা গেছে, এবার কেষ্টপুরের মাস্টারদা স্মৃতি সঙ্ঘের পূজার মণ্ডবের মূল থিম হিসেবে সুশান্তের অঙ্গ থাকবে। ওই পূজার চলতিবার ৬৮ বছর পূর্ণ হবে। বাজেট খুবই অল্প এবার। তারমধ্যেই সুশান্তকে শ্রদ্ধা জানানো হবে।
এছাড়াও কার্তিকের মুখ সুশান্তের আদলে করার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন ক্লাব কর্মকর্তারা।পূজার বাইরেও বাজেটের একটা অংশ বিভিন্ন সমাজসেবামূলক কাজে খরচ করা হবে বলেও জানানো হয়েছে।
ক্লাব সম্পাদক শিমুল মজুমদার জানিয়েছেন, সুশান্ত ব্যোমকেশ বক্সীর চরিত্রে নিখুঁত অভিনয় করে মুগ্ধ করেছেন বাঙালিকে। একজন সুদক্ষ অভিনেতাকে হারিয়েছি আমরা। বাঙালি পুরুষদের কার্তিকের সাথে তুলনা করা হয়। সুশান্তের চেহারার গঠন কার্তিকের সাথে মিলেও বটে। তাই এবার সিদ্ধান্ত নিয়েছি কার্তিক হিসেবে সুশান্তকেই দেখানোর চেষ্টা করব আমরা।