বিশ্বনাথ উপজেলা লামাকাজী ইউনিয়নের খাজাঞ্চীগাওস্থ জহুরা-উসমান খান দাখিল মাদরাসা আয়োজিত আলোচনা সভা ও বৃক্ষরোপন কর্মসূচী আয়োজন করা হয়। যুক্তরাজ্য প্রবাসী ও মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি আম্বিয়া খানম, যুক্তরাজ্য প্রবাসী ও প্রতিষ্ঠাতা মনিরুজ্জামান খান মতিন, আমেরিকা প্রবাসী ও সদস্য আখতারুজামান খান মুমিন এর অর্থায়নে মাদরাসা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করা হয়।
৮ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০টায় বৃক্ষরোপন শেষে মাদরাসা প্রাঙ্গণে এক অনুষ্ঠানে আয়োজন করা হয়।
সভায় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপন অত্যান্ত জরুরী। তাই সবুজ বনায়নের জন্য দেশের সকল মানুষ একটি করে গাছ লাগালে প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা পাবে আমাদের এই দেশ।
মাদরাসার ম্যানেজিং কমিটির সহ সভাপতি মানিকুজ্জামানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সুপার মাওলানা কয়েছ আহমদের পরিচালনায় বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন অনুষ্টানের প্রধান অতিথি সৎপুর কামিল মাদরাসার অধ্যক্ষ(অবঃ) মাওলানা শফিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার শিক্ষানুরাগী সদস্য মোঃ মখলিছুর রহমান, ছুরত খান, ফয়াজ খান, অভিভাবক সদস্য কামাল উদ্দিন খান, রেজাউর রহমান, ক্বারী মানিক মিয়া।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদরাসার শিক্ষক মাওলানা শহিদুল আলম, মাওলানা লায়েক আহমদ, আরিফ আহমদ, হুমায়রা তাসনিম, রোজিনা বেগম, শিউলি বেগম, সালমা বেগম, সমাজসেবী আবাব খান, মারজান আহমদ প্রমুখ।