পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, প্রতিবেশগত সংকটাপন্ন (ইসিএ) ঘোষিত এলাকা জাফলং এর ডাউকি নদী থেকে যারা অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করবে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। তিনি বলেন, জাফলংয়ে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আগেই প্রশাসনের প্রতি প্রয়োজনীয় আইনি নির্দেশনা প্রদান করা হয়েছিলো। তবে জাফলংয়ে পাথর ও বালুখেঁেকাদের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নিতে এবং সম্পূর্ণরূপে এটি বন্ধ করতে আবারও আমি স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়ে যাবো।
বুধবার বিকেলে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য বদর উদ্দিন আহমদ কামরানের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এ কথা বলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো শাহাব উদ্দিন।
যারা এই অবৈধ কাজের সাথে জড়িত তাদের বিষয়ে ব্যবস্থা নিতে মন্ত্রণালয় কাজ করছে বলে জানান মন্ত্রী। এ বিষয়ে গণমাধ্যমেরও সহযোগিতার আহবান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীসহ জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।