বাংলাদেশ শিক্ষক সমিতি দক্ষিণ সুরমা উপজেলা শাখার উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে গত ৫ অক্টোবর সোমবার দুুপুরে দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নের বদিকোনাস্থ প্রগতি উচ্চ বিদ্যালয় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শিক্ষক সমিতি দক্ষিণ সুরমা উপজেলা শাখার সভাপতি, সিরাজ উদ্দিন আহমদ একাডেমীর প্রধান শিক্ষক বেলাল আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক, প্রগতি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গোলাম মোস্তফা এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক ও মোঃ মকন স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল মালিক রাজু। বক্তব্য রাখেন কেন্দ্রীয় শিক্ষক নেতা বলদি আর্দশ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা কামাল, নবারুন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবু ইউসুফ, মোহাম্মদ আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুস সালাম, সিলাম পিএল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ লাল রায়, জালালাবাদ দ্বী-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তজমুল আলী, প্রগতি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মৃদুল বরণ আর্চায্য, হাজী রাশিদ আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জামাল উদ্দিন, সিরাজ উদ্দিন আহমদ একাডেমীর সহকারী প্রধান শিক্ষক মোঃ মকব্বির আলী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিরাজ উদ্দিন আহমদ একাডেমীর সহকারী শিক্ষক শফির আহমদ কামাল, নবারুন স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক ফখরুল ইসলাম, সিলাম পিএল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আক্তার হোসেন, রেজাউল ইসলাম, প্রগতি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা জুবায়ের আহমদ ও জীবন কৃষ্ণ সরকার প্রমুখ।
অনুষ্ঠানের শেষে শিক্ষক বাতায়নে সেরা অনলাইন নেতৃত্ব নির্বাচিত হওয়ায় বাংলাদেশ শিক্ষক সমিতি সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক ও মোঃ মকন স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল মালিক রাজুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।