দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষ্যে ৩০সেপ্টেম্বর বুধবার সকাল ১১টায় জালালপুর ইউনিয়ন পরিষদ হল রুমে এক অনুষ্টানের আয়োজন করা হয়।
রোটারি ক্লাব অব সিলেট কসমোপলিটানের প্রেসিডেন্ট ডাঃ মোঃ কামরুল ইসলাম পিএইচএফ এর সভাপতিত্বে ও জোন কো-অর্ডিনেটর, প্রজেক্ট চেয়ারম্যান রোটাঃ পিপি কপিল উদ্দিন বাবলু এবং ক্লাব সেক্রেটারি রোটাঃ মনসুর আহমদ এর যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট ট্রেইনার পিডিজি শহীদ আহমেদ চৌধুরী পিএইচএফ ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটাঃ ডাঃ জাকারিয়া হোসাইন, (চেয়ারম্যান, প্রেসিডেন্ট ফোরাম ২০২০-২১), দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মাহবুুবুর রহমান, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলাইমান হুসাইন,এসিস্ট্যান্ট গভর্নর প্রফেসর শামসুজ্জামান, রোটারি ক্লাব সিলেট সিটির ভাইস প্রেসিডেন্ট সাংবাদিক এস এ শফি, চ্যানেল আই সিলেট ব্যুরো প্রধান সাদিকুর রহমান সাকি।
রোটারি ক্লাব অব জালালাবাদ ও রোটারি ক্লাব অব সিলেট কসমোপলিটানের যৌথ উদ্যোগে অনুষ্ঠানে জালালপুরের ১০টি স্কুলের তিনশত গরীব ছাত্র ছাত্রীদের মাঝে সুরমা, কুশিয়ারা ও পিয়াইন তিনটি জুনের ২১টি ক্লাবের আর্থিক সহযোগিতায় শিক্ষাউপকরণ বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে পিডিজি শহীদ আহমেদ চৌধুরী বলেন, করোনা কালিন সময়ে ছাত্র ছাত্রীদের পড়াশোনায় মনোযোগী করার জন্য আমাদের এই ছোট্র প্রয়াস মাত্র এবং আমরা ৩ অক্টোবর ২য় ফেজে কোম্পানিগঞ্জে আরও ২০০ দুইশত ছাত্র ছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরন করবো।
এসময় উপস্থিত ছিলেন জোন কো অডিনেটর পিপি কপিল উদ্দিন বাবলু, রোটারি ক্লাব অব সিলেট মহানগরের প্রেসিডেন্ট রোটারিয়ান জুনায়েদ বক্ত আদনান, রোটারি ক্লাব অব কসমোপলিটানের ক্লাব সেক্রেটারি রোটাঃ মোঃ মনসুর আহমদ আরএফএসএম ও ট্রেজারার রোটাঃ খালেদ আহমদ, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের দপ্তর ও পাঠাগার সম্পাদক শরীফ আহমেদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষকদের প্রতিনিধি আনিলগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আবুল কালাম, সব্দলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনসুর আলী, প্রেসিডেন্ট ফোরামের চেয়ারম্যান ডাঃ জাকারিয়া হোসাইন, এসিস্ট্যান্ট গভর্নর প্রফেসর মোঃ শামসুজ্জামান।