সিলেট:সিলেট এমসি কলেজ ছাত্রবাসে গণধর্ষণের ঘটনায় তীব্র ক্ষোভ, নিন্দা ও ধর্ষণকারীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর নারী ও শিশু অধিকার ফোরামের নেতৃবৃন্দ। শনিবার (২৬ সেপ্টেম্বর) এক যৌথ বার্তায় নেতৃবৃন্দ বলেন, এমসি কলেজ হোস্টেলে ৬ ছাত্রলীগ নেতা কর্তৃক তরুণী গণধর্ষণের ঘটনা কোনভাবে মেনে যায় না। ঐতিহ্যবাহী ক্যাম্পাসের মতো নিরাপদ স্থানে এই ধরণের ঘটনা গোটা জাতিকে স্তম্ভিত করেছে। এই গণধর্ষণের ঘটনায় সারাদেশের মতো সিলেটবাসী মর্মাহত। তার দায় শাসকদল কোনভাবে এড়াতে পারে না। নেতৃবৃন্দ অবিলম্বে এমসি কলেজ হোস্টেলে তরুণী গণধর্ষণকারী ছাত্রলীগ নেতাদের গ্রেফতার ও শাস্তি নিশ্চিত করার দাবি জানান। বিবৃতিতে স্বাক্ষর করেন,সিলেট জেলা নারী ও শিশু অধিকার ফোরামের প্রধান উপদেষ্টা কাউন্সিলার কয়েস লোদী, আহবায়ক ডা.শাহ নেওয়াজ আহমদ চৌধুরী, সদস্য সচিব তাহসিন শারমিন তামান্না,সদস্য ডা.মো:শামিমুর রহমান,এড. হাদিয়া চৌধুরী মুন্নি,মহানগর নারী অধিকার ফোরামের আহবায়ক সামিয়া বেগম চৌধুরী।