কোম্পানীগঞ্জ :: সিলেটের কোম্পানীগঞ্জ দক্ষিন কলাবাড়ি এলাকায় শুক্রবার ভোর রাতে অভিযান চালিয়ে ২৫০ ভারতীয় মদসহ দুই জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএমের নির্দেশনায় কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জকে এম নজরুল ইসলামের তত্ত্বাবধানে কোম্পানীগঞ্জ থানার এসআই হিরক সিংহের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন।
জানা যায়, কোম্পানীগঞ্জ থানাধীন দক্ষিন কলাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ২৫০ (দুই শত পঞ্চাশ) বোতল ভারতীয় অফিসার চয়েজ মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হল কোম্পানীগঞ্জ থানাধীন ডাকাতিবাড়ি সাকিনের মঈন উদ্দিনের ছেলে আক্তার হোসেন (২৪), একই সাকিনের মৃত আলকাছ মিয়ার ছেলে বিল্লাল আহমদ (৩২)।
এই ঘটনায় এসআই হিরক সিংহ বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা পুলিশের সহকারী মিডিয়া অফিসার সাইফুল আলম জানান, পুলিশ সুপার মহোদয়ের পরিকল্পনায় সিলেট জেলাকে মাদক মুক্ত করার প্রত্যয়ে আন্তরিকভাবে কাজ করছে জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় ভোর রাতে কোম্পানীগঞ্জ থেকে বিপুল পরিমান বিদেশী মদ সহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। ভবিষ্যতেও মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।