সিলেট :: বদলী করা হয়েছে সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল জলিলকে। সিলেট থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ তাকে বদলী করা হয়েছে।
সুত্র জানায়, গত সোমবার সিলেট কেন্দ্রীয় কারাগার পরিদর্শনে যান জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। জেল ভিজিটের খবর পেয়ে পূর্বপ্রস্তুতি নেন শফিকুল ইসলাম জাবেদ নামের এক বন্দি। একটি সেভেন আপের বোতলে মানববিষ্ঠা গুলিয়ে নিজের কাছে রাখেন তিনি। দুপুর ১২টার দিকে জেল সুপার জেলা প্রশাসককে নিয়ে ওই সেলের সামনে গিয়ে বন্দির সাক্ষাৎকার নিচ্ছিলেন। এ সময় হঠাৎ ওই বোতলের ময়লা জেল সুপার আব্দুল জলিল শরীরে ছুড়ে মেরে জেল সুপার ও জেলাখানার নানা অনিয়ম ও দুর্নীতির কথা জেলা প্রশাসককে জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন জাবেদ।
বিদ্যমান পরিস্থিতিতে সোমবারই সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বদলি করা হয় তাকে।
এ সময় ক্ষুদ্ধ জেলা প্রশাসক জেল সুপার আবদুল জলিলের উদ্দেশে বলেন, এভাবেই জেলখানা পরিচালনা করেন আপনারা? একথা বলেই দ্রæত জেলখানা থেকে বেরিয়ে যান তিনি।
এ বিষয়ে সিলেট জেলা প্রশাসক কাজী এমদাদ বলেন, ওই বন্দি মানসিক বিকারগ্রস্ত এমনটি আমাকে জানানো হয়েছে। বিষয়টি আমি দেখব।
সার্বিক বিষয় নিয়ে কথা বলতে সিলেট কেন্দ্রীয় কারাগারের ডিআইজি প্রিজনের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন কল রিসিভ করেননি।