সিলেট : সিলেটের আদালতে বিচার নিষ্পত্তি হওয়া ১০১টি মামলার আলামত ধ্বংস করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে সিলেট জেলা প্রশাসক চত্বরের পরিত্যক্ত ভবনের সামনে এগুলো ধ্বংস করা হয়। সিলেট মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
ধ্বংসকৃত ১০১টি মামলার আলামতের মধ্যে রয়েছে, ফেনসিডিল ৬৮ বোতল, চোলাই মদ ৪১৮.০৯ লিটার, হেরোইন ১৯০ পুরিয়া, ইয়াবা ৪৫৭ পিস, ভারতীয় মদ ১০ বোতল ও গাঁজা ৪.১৩৫ কেজি ১২০ পুরিয়া।
এসময় সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৩য় আদালতের বিচারক শারমিন খানম নীলা, কোর্ট পুলিশ পরিদর্শক আবুল হাশেমসহ মালখানার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।