গ্রাহকের কাছে পণ্য পৌঁছাতে নতুন ড্রোন এনেছে ই-কমার্স জয়ান্ট অ্যামাজন। নতুন এই ড্রোনটির নমুনা উন্মোচন করেছে নির্মাতা প্রতিষ্ঠান প্রাইম এয়ার।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই ড্রোনের নমুনাসহ একটি ভিডিও প্রকাশ করেছে ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান প্রাইম এয়ার।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের তৈরি এই নতুন ড্রোনটি প্রতি ফ্লাইটে একটানা ২৪ কিলোমিটার পর্যন্ত উড়তে সক্ষম।
কোন পণ্যের অর্ডার পাওয়ার ৩০ মিনিটের মধ্যেই ড্রোনটি পণ্য পৌঁছে দিতে পারবে বলে জানিয়েছে প্রাইম এয়ার।
ড্রোনের নমুনা উন্মোচন করা হলেও এটি করে থেকে গ্রাহক পর্যায়ে পণ্য পরিবহন ও ডেলিভারি দেওয়া শুরু করবে তা জানায়নি অ্যামাজন।
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রেও প্রাইম এয়ারের ড্রোন তৈরির ইউনিট রয়েছে।