Please Share This Post in Your Social Media
১০০ হাজার পাউন্ড স্কলারসীপ নিয়ে ইংল্যান্ডের ইটন কলেজে সুযোগ পেয়েছে সিলেটের সৌমিক হায়াত।
চলতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ১২০০ আবেদনের বিপরীতে মোট ১২ জন ভর্তির সুযোগ পেয়েছেন।এর মধ্যে সৌমিক হায়াত হচ্ছেন সেই ভাগ্যবান। অদম্য এই বাংলার কৃতি সন্তান একদিন হতে পারে বৃটেনের প্রধানমন্ত্রী কিংবা উচ্চ পদস্থ কর্মকর্তা বা দিকনির্দেশক। অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নেই। তার ভিতরের প্রতিভাটি আলোকিত হলেই এটা অতি সহজ, কেননা এই কলেজ হচ্ছে নেতা তৈরির কলেজ। প্রিন্স উইলিয়ামস, প্রিন্স হ্যারি থেকে শুরু করে ব্রিটেনের বর্তমান প্রধানমন্ত্রী বরিস জনসন সহ সাবেক ১৯ জন প্রধানমন্ত্রী এই ইটনেই পড়ালেখা করেছেন। সৌমিক হায়াতের পিতার নাম মঞ্জুরুল হায়াত ও মাতার নাম হাফছা খাতুন। তার পৈতিক ভিটা সিলেটের সদর উপজেলায়।
তার নানার বাড়ি বিশ্বনাথ উপজেলার ২ নাম্বার খাজাঞ্চী ইউনিয়নের রায়পুর গ্রামের (ক্বারী সাহেববাড়ী)।তার নানা মরহুম আলহাজ্ব ক্বারী জহুর উদ্দিন সাহেব একজন প্রসিদ্ধ ক্বারী ছিলেন।
সে সকলের নিকট দোয়াপ্রার্থী।
Related