দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি ইউকের উদ্যোগে দক্ষিণ সুরমার ১০টি ইউনিয়নকে সিলেট সিটি কর্পোরেশনে অর্ন্তভুক্তি’র দাবীতে ৯ সেপ্টেম্বর বুধবার এক ভার্চুয়াল সভা অনুষ্টিত হয়।
দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতির সভাপতি সেলিম আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহজাহান শিকদার এর পরিচালনায় ভার্চুয়াল সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সমিতির প্রধান উপদেষ্টা ও যুক্তরাজ্য ক্যাটারার্স এসোসিয়েশনের সাবেক সভাপতি পাশা খন্দকার এমবিই। প্রধান বক্তার বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা ও ব্যান্ড কাউন্সিলের এক্স মেয়র, কাউন্সিলর পারভেজ আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা সুইন্ডন কাউন্সিলের এক্স মেয়র, কাউন্সিলর জুনাব আলী, মউরবেলী কাউন্সিলের এক্স চেয়ারম্যান, কাউন্সিলর জাহাঙ্গির হক, টাওয়ার হ্যালমেন্টর্স কাউন্সিলের এক্স স্পিকার খালিছ উদ্দিন, কার্ডিফ কাউন্সিলের এক্স ডেপুটি লট মেয়র কাউন্সিলর আলী আহমদ, ইউএসএ এর বাংলাদেশ ইউনিটি ফেডারেশনের সাবেক সভাপতি সামছুদ্দিন মালিক।
শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন সমিতির ধর্ম সম্পাদক গাজী বকুল মিয়া।
ভার্চুয়াল সভায় অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন সমিতির উপদেষ্টা জাবেদ আলী, জয়তুন ওয়েলফেয়ার ট্রাষ্টের চেয়ারম্যান আব্দুল মজিদ লাল মিয়া, সমিতির সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সিনিয়র সহ সভাপতি সৈয়দ মাহবুব আলী, সহ সভাপতি আব্দুল মতিন, আব্দুর রশিদ বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক এমএ আলী, ট্রেজারার ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গির হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক বদরুল হক শাহীন, ডাঃ হেলাল আহমদ, এমদাদুল হক পাবেল ও জয়নাল আবেদিন।
সভায় দক্ষিণ সুরমার ১০টি ইউনিয়নকে সিলেট সিটি কর্পোরেশনে অর্ন্তভুক্তি’র দাবীতে সাংবাদিক সম্মেলন ও বাংলাদেশ হাইকমিশনে স্মারকলিপি এবং দেশ থেকে জনপ্রতিনিধিদের অংশগ্রহণে বৃহত্তর আকারে ভার্চুয়াল সভা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।