সিলেট জেলার বালাগঞ্জ উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের ২৩ নেতাকর্মীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। মামলাটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে দায়েরের করা হয়েছে বলে দাবি করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাউথ সুরমা ন্যাশনালিষ্ট ফোরাম।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান ফোরামের নেতৃবৃন্দ।
ফোরামের আহবায়ক কামাল উদ্দিন ও সদস্য সচিব কামাল হাসান জুয়েল এক বিবৃতিতে বলেন, দেশে যখন করোনা মহামারীতে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে এমন কঠিন মুহূর্তেও বিরোধী নেতাকর্মীদের উপর হামলা-মামলা জুলুম নিপীড়ন অব্যাহত রয়েছে। যা গণতন্ত্র ও মানবাধিকার পরিপন্থী।
বালাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম মুজিবুর রহমান ও যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক আসাদুজ্জামানসহ ২৩ নেতাকর্মীদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। এমন মামলা বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের দমন-পীড়নের অপকৌশল।
অবিলম্বে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করে নেতাকর্মীদের হয়রানী বন্ধ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তারা।