বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও মুজিব বর্ষ উপলক্ষে লন্ডনে প্রথমবারের মত বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে সিলেটের দুই চৌধুরী। একজন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। আর অন্যজন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। সিলেট-২ আসনের মনোনয়ন প্রত্যাশী এই দুই নেতার অবস্থান দুই মেরুতে। দু’জনেরই আলাদা আলাদা বলয় রয়েছে তাদের নির্বাচনী এলাকায়। তাই তাদেরকে এক মঞ্চে দেখা খুব কমই হয়েছে।
তবে, এবার লন্ডনে প্রথমবারের মত বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে তাদেরকে এক সঙ্গে দেখা গেল। এতে আওয়ামী লীগের নীতি নির্ধারকরা ও বিশ্বনাথ-ওসমানী নগরের তাদের অনুসারীরা মনে করছেন এই দুই নেতা রাজনৈতিক অঙ্গনে ঐক্যবদ্ধতা দল আরও প্রাণবন্ততায় এগিয়ে যাবে। আর এর সুফল পাবে সিলেটের জনগন।
গত রবিবার পূর্ব লন্ডনের বেথনালগ্রীনস্থ উইভার্স ফিল্ড মাঠে সকালে দিনব্যাপী এই টুর্নামেন্টের উদ্বোধন করেন লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম। ইউনাইটেড ফুটবল ক্লাবের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে ১০টি ক্লাব অংশগ্রহণ করে। খেলায় অংশ গ্রহনকারী দলগুলো হচ্ছে ইউনাইটেড ফুটবল ক্লাব, কিউবিট টাউন ফুটবল ক্লাব, টিম নিসচা, বিয়ানীবাজার ফ্রেন্ডস ফুটবল ক্লাব, জয় এফসি ইউকে, গোল্ডেন লায়ন, ফ্রেন্ডস ইউনাইটেড ফুটবল ক্লাব, স্টেপনী গ্রীন ফ্রেন্ডস ক্লাব।
উদ্বোধনী অনুষ্ঠানে যুক্তরাজ্য আওয়ামীলীগ ইউনাইটেড ফুটবল ক্লাবের সভাপতি বাবুল খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ সালাম ও ম্যানেজার আব্দুল হেলাল চৌধুরী সেলিমের যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের অধিনায়ক জামাল খান।
বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী। এছাড়া লন্ডনের মাটিতে খেলা দেখতে যুক্তরাজ্য আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীসহ কমিউনিটির সর্বস্থরের মানুষ অংশ নেন।
এসময় উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি স্পীকার আহবাব হোসেন, কাউন্সিলার আব্দুল মুকিত চুন্নু এমবিই, কাউন্সিলার সাবিনা আকতার, কাউন্সিলার সাদ চৌধুরী, কাউন্সিলার ফারুক মাহফুজ আহমদ, কাউন্সিলার তারেক খান, যুক্তরাজ্য আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শাহ শামীম আহমদ, প্রবাস বিষয়ক সম্পাদক আনসারুল হক, মানবাধিকার সম্পাদক সারব আলী, ত্রান ও পুর্নবাসন সম্পাদক হাবিবুর রহমান হাবিব, ধর্ম বিষয়ক সম্পাদক ছুরুক মিয়া, উপপ্রচার সম্পাদক লুতফুর রহমান সায়াদ, লন্ডন মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলতাফুর রহমান মুজাহিদ, যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম আহমদ খান, লন্ডন মহান নগর আওয়ামীলীগের সহ সভাপতি শফিক আহমদ, যুগ্ম সম্পাদক সৈয়দ সাদেক, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ছায়েদ আহমদ ছাদ, যুগ্ম সম্পাদক ঝলক পাল, যুক্তরাজ্য ছাত্রলীগের যুগ্ম সম্পাদক জুয়েল আহমদ, তাতী লীগ এর যুগ্ম আহবায়ক সিজিল মিয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউনাইটেড ক্লাবের সহ অধিনায়ক সৈয়দ জামিল, আমিনুল হক জিলু, আব্দুল বাছির, সৈয়দ তারেক মইনুল হক, সোহেল আহমদ, আব্দুল লতিফ, আঙ্গুর আলী, তাহের কামালী, কামরুল ইসলাম, আসাদ উদ্দিন, সুলতান মাহমুদ।