সিলেট৭১নিউজ ডেস্ক: ভারত থেকে চোরাই পথে হবিগঞ্জে আসা ২২ হাজার ৭১৩ কেজি চা পাতা জব্দের পর ধ্বংস করা হয়েছে। এগুলোর আনুমানিক বাজার মূল্য ৬৮ লাখ ১৩ হাজার ৯০০ টাকা।আজ মঙ্গলবার সকালে বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এসএনএম সামীউন্নবী চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সোমবার বিকেলে হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখালে বিজিবি’র খোলা মাঠে চা পাতাগুলো ট্রাক্টরের চাকায় পিষ্ট করা হয়।
তিনি জানান, গত ৬ মাসে ভারত থেকে অবৈধ পথে আসা ২২ হাজার ৭১৩ কেজি চা পাতা জব্দ করেছে বিজিবি। নিম্নমানের এ চা পাতা বাজারে সয়লাব হলে দেশীয় চা শিল্প হুমকির মুখে পড়তো।
চা পাতা ধ্বংসের সময় হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ কামরুল হাসান, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেটের যুগ্ম কমিশনার মোঃ মিনহাজ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ ইসমাইল হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।