বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে বিএনপির সভাকে কেন্দ্র করে আওয়ামীলীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার বিকাল অনুমান ৩.০০ ঘটিকার সময় ঘটনাটি ঘটেছে। বিএনপির জনসভাকে কেন্দ্র করে এই সংঘর্ষটি ঘটেছে বলে জানা যায়। সংঘর্ষ চলাকালে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি বর্ষণে ২ জন নিহত ও ১৭ জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকতা সোহেল আহমদ। নিহতরা হলো বিএনপি কর্মী রাসেল(20) এবং আওয়ামীলীগ কর্মী জুবেল(২৩)। এ ঘটনায় বিশ্বনাথ থানা আওয়ামীলীগ সভাপতি লুৎফুর রহমান বাদী হয়ে ১৪ জন বিএনপি নেতাকর্মীর নামে মামলা দায়ের করেছেন। মামলায় ১ নং আসামী হলেন বিশ্বনাথ থানা বিএনপির সভাপতি মইন উদ্দিন(৪৮), ২ নং আসামী হলেন গনাইঘর গ্রামের তারুজ আলীর পুত্র ছাত্রদল নেতা মুস্তাক আহমদ(২২), ৩নং আসামী ভূলাগঞ্জ গ্রামের মখলিছ মিয়ার পুত্র যুবদল নেতা রায়হান হোসেন(২৬) ও রামপাশা গ্রামের আব্দুর রহমানের পুত্র সুজন মিয়া (২৯) কে ৪ নং আসামী সহ ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৪০/৫০ জনের বিরুদ্ধে বিশ্বনাথ থানায় (জি/আর মামলা নং- ১৪৮/২০১৭ ইং) মামলা দায়ের করেন। প্রত্যক্ষদর্শীসুত্রে জানা যায়, বিএনপির পূর্ব ঘোষিত মিছিলকে বন্ডুল করে দেওয়ার জন্য আওয়ামীলীগ নেতা কর্মীরা বাধা দিতে গেলে ঘটনাটির সুত্রাপাত ঘটে। স্থানীয় বিএনপি নেতা আব্দুল জালাল পংকি এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমরা আমাদের পূর্বঘোষিত মিছিলটি শান্তিপূর্ণভাবে পালন করতে গেলে আওয়ামীলীগ অতর্কিত আক্রমণ চালায় এবং আমাদের নেতাকর্মীদের হতাহত করে। এ ব্যাপারে মামলা করেছেন কিনা জানতে চাইলে পুলিশ তাদের মামলা গ্রহণ করেনি বলে তিনি অভিযোগ করেন। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহমদ বিএনপির মামলার কথা অস্বিকার করে বলেন, তার কাছে এরকম কোন অভিযোগ আসেনি। ন্যাক্কারজনক ঘটনাটি যারাই সংঘটিত করুক না কেন তাদের আইনের আওতায় নিয়ে আসার কথা তিনি জানান।