সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ২০৫ পিচ ইয়াবা ট্যাবলেট ও প্রাইভেটকারসহ ৯ মামলার আসামী “মাদক ব্যবসায়ী ও চোরাকারবারী” ছালেহ আহমদ উরফে সালেহ আহমদ (৪৫) গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগষ্ট) ভোর ৫টায় নগরীর পূর্ব কাজিরবাজারস্থ শিকদার ডিপার্টমেন্টাল স্টোরের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মাদক ব্যবসায়ী ও চোরাকারবারী সালেহ আহমদ ফেঞ্চুগঞ্জের ছত্রিশ গ্রামের মৃত মিনার আলীর পুত্র। তিনি বর্তমানে নগরীর যতরপুরে একটি বাসায় ভাড়া থাকতেন।
তার কাছ থেকে ঢাকা মেট্রো গ- ১২-৮৯৫৭ রেজিষ্ট্রেশন বিশিষ্ট কালা রংয়ের প্রাইভেটকার জব্দ করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, সালেহ আহমদ পেশাগত মাদক ব্যবসায়ি এবং সিলেট মহানগর এলাকার মাদক ও চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তাছাড়া তিনি মাদক সেবন এবং মাদক পরিবহন ও বিক্রয়ের সাথে জড়িত।
জিজ্ঞাসাবাদে সালেহ স্বীকার করে যে, তার অপরাপর সহযোগীদের সহায়তায় চোরাচালানের মাধ্যমে ভারত হতে পেয়াজ, আলু, চা পাতা, সুপারি, কসমেটিক্স, ভারতীয় বিড়ি, সিগারেট সহ বিভিন্ন ভারতীয় পন্য সিলেট শহরে নিয়ে আসে এবং সিলেট শহরসহ দেশের বিভিন্ন প্রান্তে তা সরবরাহ করে থাকে।
জিজ্ঞাসাবাদকালে সালেহ তার সহযোগীদের নাম ঠিকানা প্রকাশ করেছে। অপরাপর আসামীদের গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত আছে।
উক্ত আসামী মাদক ও চোরাচালানসহ অসংখ্য মামলার এজাহারভুক্ত আসামী। পর্যালোচনায় দেখা যায় যে, আসামী সালেহ আহমদ (৪৫) এর বিরুদ্ধে ১। এসএমপি এর মোগলাবাজার থানার মামলা নং- ১৭/৭৩ তারিখ- ২৬/০৫/২০২০খ্রিঃ ধারা- ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর টেবিল ১৯(ক)/৪১, ২। এসএমপি এর কোতয়ালী মডেল থানার মামলা নং- ৩১/৫৪৮ তারিখ- ১৬/১০/২০১৯খ্রিঃ ধারা- ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি, ৩। এসএমপি এর জালালাবাদ থানার মামলা নং- ১৮/৫৭ তারিখ- ১৮/০৩/২০১৯খ্রিঃ ধারা- ১৪৩/১৪৭/১৪৮/১৪৯/১৮৬/৩৩২/৩৩৩/৩৫৩/৩০৭ /৪২৭/১০৯ /১১৪ দঃ বিঃ, ৪। এসএমপি এর জালালাবাদ থানার মামলা নং- ১১/১৭১ তারিখ- ০৬/০৯/২০১৯খ্রিঃ ধারা- ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর টেবিল ৩(ক), ৫। ডিএমপি এর শ্যামপুর থানার মামলা নং- ১৩/৫০ তারিখ- ১১/০২/২০১৯খ্রিঃ ধারা- ৪২০/৪০৬ /৫০৬ দঃ বিঃ, ৬। এসএমপি এর শাহপরাণ (রহঃ) থানার মামলা নং- ০২/৬২ তারিখ- ০৬/০৫/২০১৮খ্রিঃ ধারা- ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি, ৭। এসএমপি এর কোতয়ালী মডেল থানার মামলা নং- ১৮/৩৫৩ তারিখ- ১৬/১১/২০১৬খ্রিঃ ধারা- আই শৃঙ্খলা বিঘœকারী অপরাধ দ্রুত বিচার আইন ২০০২ (সংশোধনী ২০০৯) এর ০৪, ৮। সিলেট কোতয়ালী মডেল থানার মামলা নং- ৮৪ তারিখ- ২৪/০৬/২০০৮খ্রিঃ ধারা- ৩৮৫ দঃ বিঃ, ৯। সিলেট কোতয়ালী মডেল থানার মামলা নং- ৮৫ তারিখ- ২৪/০৬/২০০৮খ্রিঃ ধারা- ১৯২৭ সালের বন্য আইন (সংশোধনী ২০০০) এর ৪২ মামলাগুলি রয়েছে।