ডেস্ক : আগামী ৩০ আগস্ট ১০ মহররম সারাদেশে পবিত্র আশুরা পালিত হবে। গত বৃহস্পতিবার বাংলাদেশের আকাশে পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। তাই গতকাল শুক্রবার থেকে ১৪৪২ হিজরি সনের প্রথম মাস মহররমের তারিখ গণনা শুরু হয়েছে।
বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির এক দীর্ঘ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আলতাফ হোসেন চৌধুরীর সভাপতিত্বে মাগরিবের পর চাঁদ দেখার সভা শুরু হয়। সভায় সারাদেশ থেকে প্রাপ্ত চাঁদ দেখার খবর পর্যালোচনা করা হয়।
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদসহ চাঁদ দেখা কমিটির অন্যান্য সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।