দক্ষিণ সুরমা :: দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের সিনিয়র সদস্য ও বৃহত্তর চন্ডিপুল ব্যবসায়ী ঐক্য কমিটি’র সাধারণ সম্পাদক, ইশিতা ডির্পাটমেন্টাল স্টোরের প্রোপ্রাইটর হোসেন মিনহাজ এর ব্যবসা প্রতিষ্টানে গত ১৬ আগষ্ট রাতে বহিরাগত সন্ত্রাসীদের অর্তকিত হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় হোসেন মিনহাজ বাদী হয়ে গত ১৭আগষ্ট দক্ষিণ সুরমা থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-১১, তারিখ-১৭/০৮/২০২০ইং। মামলায় বদরুল আলম নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, দক্ষিণ সুরমা থানাধীন ধরাধরপুরস্থ ১নং রাস্তার মুখে ইশিতা ডির্পাটমেন্টালে স্টোরে গত ১৬আগষ্ট রাত ৯টায় দোকানের পরিচালক কামরুল হোসেন আলতাজ এর কাছে ক্রেতা সেজে একটি দিয়াশলাই চায়, তখন দোকানের পরিচালক দিয়াশলাই দিলে সে বলে কোমলপানীয় (টাহগার) দেয়ার কথা বলে। দোকানের পরিচালক টাইগার দিকে গেলে আগে থেকে উৎপেতে থাকা বদরুল আলম সহ অজ্ঞাত ৪/৫জন এসে অহেতুক গালিগালাজ শুরু করে। এক পর্যায়ে দোকানে ইট পাটকেল নিক্ষেপ করে। এতে দোকানের আসবাপত্র সহ লক্ষাদিক টাকার ক্ষয়ক্ষতি হয়। এমন অবস্থায় দোকানের পরিচালক প্রাণে রক্ষার্থে দোকানের ক্যাশ বক্সের নিচে মাথা নিচু করে লুকিয়ে থাকেন। আসামীরা দোকানের ভাংচুর করে পালিয়ে যায়। পরে স্থানীয় ব্যবসায়ীরা পুলিশকে খবর দিয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। একবিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বৃহত্তর চন্ডিপুলে গত ১৬আগষ্টের ঘটনাটি রহস্যজনক। এরকম কর্মকার্ন্ড আমাদের ব্যবসায়ীদের মনে ক্ষোভ সৃষ্টি হয়েছে। আমরা এ ঘটনার সঠিক তদন্ত ও বিচার চাই। প্রকৃতির ঘটনার উম্মচনে প্রশাসনের সহযোগিতা কামনা করছি।
এব্যাপারে দক্ষিণ সুরমা থানার ওসি আক্তার হোসেন জানান, চন্ডিপুলে ব্যবসায়ীদের স্বার্থে নিরলসভাবে কাজ করে যাব। দোকান ব্যবসা প্রতিষ্ঠানে হামলায় আমরা মুল ঘটনা উদঘাটনের লক্ষ্যে কাজ করছি। একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকীদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।