রোটারি ক্লাব অব সিলেট কসমোপলিটন’র উদ্যোগে গত ১৬ আগষ্ট রবিবার রাতে নগরীর একটি অভিজাত হোটেলের বলরুমে মেডিক্যাল ডিপ্লোমা শিক্ষার্থীকে এক বছরের শিক্ষা খরচ তার হাতে তুলে দেন ডিস্ট্রিক্ট গভর্নর ডাঃ বেলাল উদ্দিন আহমেদ এমপিএইচএফ।
রোটারি ক্লাব অব সিলেট কসমোপলিটন’র প্রেসিডেন্ট ডাঃ কামরুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট ট্রেইনার পিডিজি শহীদ আহমেদ পিএইচএফ, ডিস্ট্রিক্ট সেক্রেটারি আহমেদ রেজাউল করিম জুবায়ের।
ক্লাব সেক্রেটারি মোঃ মনসুর আহমেদের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোন কো-অরডিনেটর পিপি কপিল উদ্দিন বাবলু, ডেপুটি গভর্নর ইফতিয়াক হুসাইন মন্জু, এসিস্ট্যান্ট গভর্নর পিপি শামসুজ্জামান দুলন,এসিস্ট্যান্ট গভর্নর পিপি মনজুর আহমেদ খাঁন,ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ফোরামের প্রেসিডেন্ট রোটাঃ রায়হান উদ্দিন রেহান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিপি ডাঃ ইমদাদুল হক,আইপিপি মোঃ মামুনুর রশীদ, প্রেসিডেন্ট ইলেক্ট এস এম বোরহান উদ্দিন, ভাইস প্রেসিডেন্ট রোটাঃ জামাল উদ্দিন আহমেদ, ভাইস প্রেসিডেন্ট রোটাঃ আব্দুস সাদেক লিপন,জয়েন্ট সেক্রেটারি রোটাঃ আসিম আহমেদ, ট্রেজারার রোটাঃ খালেদ আহমদ ও ক্লাবের অন্যান্য সকল সদস্য এবং প্রজেক্ট চেয়ারম্যান ডাঃ শরিফ শাহরিয়ার চৌধুরী প্রমুখ।