জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ১৬ আগস্ট সন্ধ্যা সাতটায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘বঙ্গবন্ধুর দর্শন: কৃষি ও কৃষক বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি” শীর্ষক এই ভার্চুয়াল আলোচনা সভায় পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আবদুল মোমেন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
মুজিব জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মো. আবদুল বাসেতের পরিচালনায় ভার্চুয়াল সভায় সভাপতিত্ব করেন সিকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার। পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে, বাংলাদেশের কৃষি উন্নয়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন অবদানের কথা উল্লেখ করেন। পাশাপাশি তিনি বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানের কথাও তুলে ধরেন। তিনি বলেন, কোভিডের এই মহামারীর দিনেও বাংলাদেশে কেউ না খেয়ে মারা যায়নি। খাদ্য উৎপাদনে বাংলাদেশ এখন স্বয়ংসম্পূর্ণ।