ডেস্ক :: স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জগন্নাথপুর উপজেলা ৩নং মিরপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। শেষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৫ আগস্ট শনিবার বিকাল ৪ ঘটিকার সময় ৩নং মিরপুর ইউনিয়ন পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় শুরুতে এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়। ৩নং মিরপুর ইউনিয়ন চেয়ারম্যান মো: মাহবুবুল হক এর সভাপতিত্বে ও ইউপি সচিব সুধল চন্দ্র সরকার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান। এসময় আরো উপস্থিত ছিলেন, ৭নং ওয়ার্ড সদস্য ও প্যানেল চেয়ারম্যান আব্দুল ওয়াব , ২নং ওয়ার্ড সদস্য মাহবুব হোসেন, ১নং ওয়ার্ড সদস্য খলিল উদ্দিন, ৫নং ওয়ার্ড সদস্য আব্দুস সহীদ,, ৮নং ওয়ার্ড সদস্য মোস্তাক আহমদ, ১,২ ও ৩ নং ওয়ার্ড মহিলা সদস্য মোছা. হাসনা হেনা, ৭, ৮ ও ৯নং ওয়ার্ড মহিলা সদস্য মোছা. ফুল বেগম, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড মহিলা সদস্য নাজমিন আক্তার সহ অরো অনেকে।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জীবন ও রাজনীতি, বাঙালির ঐতিহাসিক বিবর্তন ধারায়, একটি ভৌগোলিক সীমারেখায় স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। বাঙালির হাজার বছরের আশা-আকাঙ্ক্ষা, বেদনা-বিক্ষোভ ও আবহমান বাংলার ঐতিহ্যকে তিনি নিজের চেতনায় আত্মস্থ করেছেন। তার কণ্ঠে বাঙালি জাতির সার্বিক মুক্তির আকাঙ্ক্ষা প্রতিধ্বনিত হয়েছে।
জাতির মুক্তি সংগ্রামের নিবেদিতপ্রাণ উৎসর্গীকৃত সন্তানদের একজন। তিনি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ নামক রাষ্ট্রটির প্রতিষ্ঠাতা। তিনি আমাদের বিস্মৃত জাতিসত্তাকে জাগ্রত করে দিয়েছেন। যুগ যুগ ধরে পরিচালিত মুক্তি-সংগ্রাম, রাজনৈতিক কর্মকান্ড ও বিভিন্ন নেতার দর্শন শেখ মুজিবুরের রাজনৈতিক জীবন ও চিন্তাভাবনাকে প্রভাবিত করেছে। একজন মানুষ হিসেবে শেখ মুজিবুর রহমানের মহত্ত¡ এখানে যে, বাঙালি জাতির মুক্তির জন্য তিনি লড়াই করেছেন। তিনি তার সমস্ত জীবন, চিন্তাভাবনা ও শ্রম উৎসর্গ করেছিলেন এই জন্য যে এদেশের মানুষ যেন খেয়ে-পরে সুখে-শান্তিতে বাঁচতে পারে, আত্মমর্যাদা নিয়ে বিশ্বের দরবারে নিজেদের ন্যায্য স্থান পেতে পারে। মাথা উঁচু করে কথা বলতে পারে তাদের অধিকার নিয়ে। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না।