নিজস্ব প্রতিবেদক:: যথাযোগ্য মর্যাদায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ করা হয়। পরবর্তীতে ক্যাম্পাসে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক করা হয়।
দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন, শাবি শিক্ষক সমিতি, শিক্ষকদের বিভিন্ন সংগঠন, আবাসিক হল প্রশাসন, বিভিন্ন দপ্তর, কর্মকর্তাদের বিভিন্ন সংগঠন, শাবি প্রেসক্লাব, কর্মচারীদের সংগঠনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় বিশ^বিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. রাশেদ তালুকদার, সাবেক কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম, স্কুল অব এগ্রিকালচার এন্ড মিনারেল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. রোমেল আহমদ, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মস্তাবুর রহমান, সাস্ট রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলাম, সেন্টার অব এক্সিলেন্সের পরিচালক অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম।
এছাড়াও বঙ্গবন্ধু গবেষণা সেলের পরিচালক অধ্যাপক ড. আবদুল গনি, শাহপরান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান খান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. এস এম হাসান জাকিরুল ইসলাম, সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট ড. আসিফ ইকবাল, রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন, হিসাব পরিচালক আ. ন. ম. জয়নাল আবেদীন সহ বিভিন্ন বিভাগীয় প্রধানগণ, শিক্ষক-শিক্ষার্থী, দপ্তর প্রধানগণ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
পুষ্পস্তবক অর্পণের পর এক মিনিট নীরবতা পালন করা হয়। বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলও অনুষ্ঠিত হয়েছে।