সিলেট:: মঙ্গলবার (১১ আগস্ট) রাত সাড়ে নয়টা জঙ্গি সদস্য সামিউল ইসলাম সাদীকে সাথে নগরীর শাপলাবাগের ৩নং সড়কের ৪০/এ বাসায় অভিযান চালানো হয়। তবে ওই বাসায় কিছু পাওয়া যায়নি। এসময় বাসার মালিককেও জিজ্ঞাবাদ করে অভিযানকারী দল।
বাসার মালিক শাহ মো. সামোদ আলী জানান, মাস দুয়েক আগে ২ জন শিক্ষার্থী পরিচয়ে বাসা ভাড়া নিতে এসেছিলেন। এসময় একমাসের অগ্রিম ভাড়ার টাকাও দেয়, তবে পরে তারা বাসায় ওঠেনি।
অভিযানের সময় সঙ্গে থাকা জঙ্গি সদস্য এই বাসায় ট্রেনিং করার পরিকল্পনার কথা স্বীকার করেছে বলে জানান বাড়ির মালিক।
অভিযানে সিলেট মহানগর পুলিশ ও র্যাব-৯ সহযোগিতা করলেও তারা অভিযানের বিষয়ে কোনো তথ্য দিতে রাজি হননি।
এরআগে রাত সাড়ে ৮টায় নগরীর জালালাবাদ এলাকার জঙ্গি সন্দেহে আটক সামিউল ইসলাম সাদীর বাসায় অভিযান চালিয়ে বোমা তৈরির সরঞ্জাম ও কম্পিউটার ডিভাইস উদ্ধার করে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের দাবি, আটক ৫ জন জঙ্গির মধ্যে নাইমুজ্জামানের নেতৃত্বে সিলেটের হযরত শাহজালাল (র.) মাজারে হামলা চালানোর পরিকল্পনা ছিলো।