নিজস্ব প্রতিনিধি: বড়লেখা উপজেলার পূর্ব শাহবাজপুর বাজারের মোঃ ফারুক আহমদের মালিকানাধীন দোকানে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল সন্ধ্যায় এই ঘটনা সংগটিত হয়েছে বলে খবর পাওয়া যায়।স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় যে, দীর্ঘ দিন থেকে উক্ত দোকানসহ কিছু জায়গা নিয়ে দেলোয়ার আহমদ ও বর্তমান মালিক মো:ফারুক আহমদের নিজেদের মধ্যে মামলা চলছে। এর জের ধরেই এই হামলার সূত্রপাত। দোকানের বর্তমান মালিক মো:ফারুক আহমদের সাথে যোগাযোগ করলে তিনি বলেন দেলোয়ার তাঁর সহযোগীদের নিয়ে সম্পূর্ণ অন্যায় ভাবে আজ আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও অগ্নিসংযোগ করে।তিনি আরও বলেন দেলোয়ার আহমদ তার ছোট ভাইয়ের ক্ষমতা বলে আদালতের রায় প্রভাবিত করে। আমরা আজি এ রায়ের বিরুদ্ধে আপিল দায়ের করি। এদিকে দেলোয়ার আহমদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। উনার ছোট ভাই বর্তমান ইউনিয়ন চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন বলেন, দোকানএবং আরও কিছু জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে মামলা চলছিল। গতকালই আদালত আমাদের পক্ষে রায় দেন। এর প্রেক্ষিতেই দেলোয়ার আহমদ আজ দখল নিতে গেলেই মূলত উভয় পক্ষের তর্কা তর্কি থেকে অপ্রীতিকর পরিস্থিতির তৈরি হয়।উক্ত ঘটনায় মো: ফারুক আহমেদের ছোট ছেলে মোঃ জাকির হোসেন সহ আরও ২ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে বড়লেখা থানার ওসি ইয়াছিনুল হক সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন একটি আদালতের বিচারাধীন বিষয় এবং আদালতের নির্দেশনার আলোকেই আমরা ব্যবস্থা নিব।