নিজস্ব প্রতিনিধি: বড়লেখা উপজেলার শাহবাজপুর স্টেশন বাজারের বাসিন্দা মোঃ ফারুক আহমদ গতকাল রবিবার বড়লেখা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন।সেখানে তিনি দীর্ঘ লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি পূর্ব শাহবাজপুর ইউনিয়নের চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন ও তার বড় ভাই দেলোয়ার আহমদের বিরুদ্ধে তার মালিকানাধীন দুটি দোকান দখলের অভিযোগ করেন। তার লিখিত বক্তব্য থেকে জানা যায়, দীর্ঘ দিন থেকে তার ও দেলোয়ার আহমদের মধ্যে কিছু জায়গা নিয়ে মামলা চলছিল। এই জায়গা সংক্রান্ত বিবাদের জের ধরেই তার দ্বিতীয় ছেলে ছাইফুর রহমান ও ভাতিজা হাফিজুর রহমান রুবেল এক বছরেরও বেশি সময় ধরে নিখোঁজ এবং বড় ছেলে দীর্ঘ দিন থেকে দেশ ছাড়া বলে তিনি উল্লেখ করেন। কিছু দিন পূর্বে পার্শ্ববর্তী দেশ ভারতে ভাতিজার সন্ধান পাওয়া গেলেও উনার ছেলের কোন খবর এখনও তারা জানেন না বলে উল্লেখ করেন। গত ১৫/০৭/২০১৯ ইং তাদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলার দিন তার ছোট ছেলে আহত হয় বলে তিনি অভিযোগ করেন। ১৬/০৭/২০১৯ মো:ফারুক আহমদ ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে দেলোয়ার আহমদকে প্রথম আসামি করে মামলা করতে গেলে স্থানীয় প্রশাসন মামলা নিতে অপারগতা প্রকাশ করে বলে তিনি উল্লেখ করেন। উল্টো দেলোয়ার উনার দুটি ব্যবসাপ্রতিষ্ঠান পুলিশ দিয়ে দখল করে নেয় বলে তিনি আরও অভিযোগ করেন। সার্বিক বিষয়ে তিনি দেলোয়ার আহমেদর ছোট ভাই বর্তমান চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটনের হাত রয়েছে বলে অভিযোগ করেন। সার্বিক বিষয় নিয়ে দেলোয়ার আহমেদর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায় নি। তার ছোট ভাই চেয়ারম্যান আহমেদ জুবায়ের লিটন বলেন, তার বিরুদ্ধে আনিত মো:ফারুক আহমেদের অভিযোগ মিথ্যা ও বানোয়াট। এটা দেলোয়ার আহমদ ও মো: ফারুক আহমেদর মধ্যে বিবাদমান বিষয়।এখানে চেয়ারম্যান হিসাবে তার কোন সম্পৃক্ততা নেই বলে তিনি উল্লেখ করেন। এদিকে বড়লেখা থানার ওসি ইয়াছিনুল হক সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন পুরো বিষয়ে পুলিশ অবগত এবং বিষয়টি আদালতে বিচারাধীন। পুলিশ আদালতের নির্দেশনার আলোকেই কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।