সিলেট মহানগর ছাত্রদল নেতা মোহাম্মদ খালিদ হাসানের বাসায় গতকাল রাত আনুমানিক ২ ঘটিকার সময় তল্লাশি চালিয়েছে পুলিশ। এসময় তাকে না পেয়ে ঘন্টাখানেক পুলিশ তার বাসায় অবস্থান করে। কিন্তু তবুও তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
ছাত্রদল নেতা মোহাম্মদ খালিদ হাসানের বাসায় পুলিশী তল্লাশি ও পরিবারের সদস্যদের সাথে অসৌজন্যমুলক আচরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা খন্দকার আব্দুল মুক্তাদির। জানাযায় ছাত্রদল নেতা মোহাম্মদ খালিদ হাসান কোতোয়ালী মডেল থানার দুইটি মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামি।
এছাড়াও সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, জনগণের মনে ভীতি সৃষ্টি করার লক্ষেই আওয়ামীলীগ পুলিশী ন্যাক্কারজনক ভাবে নেতা-কর্মীদের বাসা-বাড়িতে তল্লাশি চালাচ্ছে।
বিবৃতিদানকারী নেতৃবৃন্দ হলেন, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর ছাত্রদলের সভাপতি সুদ্বীপ জ্যোতি এষ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনার, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান।