সিলেট: সিলেটের তারাপুর বাগানের হাজিপুর এলাকায় চা শ্রমিকদের জায়গা ও রাস্তা লিজ দেয়ার প্রতিবাদে অর্ধদিবস কর্মবিরতি পালন করছেন চা শ্রমিকরা।
রোববার (৯ আগস্ট) সকাল ৮ থেকে দুপুর ১টা পর্যন্ত হাজিপুর এলাকায় চা শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন।
বাগান কর্তৃপক্ষ এসে তাদের ব্যবহৃত জায়গা লিজ প্রত্যাহার না করলে চা শ্রমিকরা কর্মবিরতি পালন করবেন বলে জানিয়েছেন।
জানা যায়, চা শ্রমিকদের অভিযোগ- তাদের পঞ্চায়েত কমিটিকে না জানিয়ে বাগানের সেবায়েত পংকজ গুপ্ত (শংকর) চা শ্রমিকদের দখলে থাকা প্রায় ১০ শতক জায়গা অন্য একটি পক্ষের কাছে লিজ দিয়ে দিয়েছেন। এর ভেতরে চা শ্রমিকদের যাতায়াতের একটি রাস্তাও রয়েছে। যারা লিজ নিয়েছেন তারা ইতোমধ্যে এই জায়গায় ঘর তুলতে শুরু করেছেন। বিষয়টি জানতে পেরে গতকাল শনিবার সকালে চা শ্রমিকরা ওই জায়গায় বাঁশের বেড়া দিয়ে আসেন।
পরে লিজ নেয়া পক্ষের লোকজন এসে সেই বেড়া তুলে ফেলে দেন। খবর পেয়ে সে জায়গায় ছুটে আসেন চা শ্রমিকরা এবং বিক্ষোভ প্রদর্শন করেন। এছাড়াও বিষয়টি সমাধান হওয়ার আগ পর্যন্ত কর্মবিরতি পালন করবেন বলে ঘোষণা দিয়েছেন চা শ্রমিকরা।
এ বিষয়ে পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক সুনিল মুদি বলেন,দীর্ঘ দিন ধরে আমরা মালিক পক্ষের সাথে আমরা উনার সঙ্গে বার বার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি আমাদের সঙ্গে এ বিষয়ে তিনি কথা বলেননি, দেখাও করেননি।
তবে বাগানের ম্যানেজার বিজয় কান্তি দে জানান,বাগানের মালিক অসুস্থ থাকায় তাদের সাথে বসতে পারছি না । আমরা তাদেরকে জানিয়ে দিয়েছি ২-৪দিনের মধ্যে সকল শ্রমিকদের নিয়ে বসবো।
তিনি আরও জানান, উক্ত জায়গাটি লিজ দেওয়া হয়নি । মৌখিকভাবে কথাবার্তা চলছে । প্রভাবশালী একটি মহল জোর জোরপূর্বক দখল করে নিয়েছে এবং সেখানে ঘরও তুলে দিয়েছে। এ বিষয়ে বাগান কর্তৃপক্ষ এসএমপি’র এয়ারপোর্ট থানায় মামলা করেছেন।
এব্যাপারে বাগান মালিক পংকজ গুপ্তের সাথে বার বার যোগাযোগের চেষ্টা করে যোগাযোগ করা সম্ভব হয়নি ।