ডেস্ক :: বগুড়ার ধুনট উপজেলায় আওয়ামী লীগে যোগ দিয়ে ছাত্রলীগ ও যুবলীগ নেতাকে মারপিট করেছেন বিএনপির এক প্রভাবশালী নেতা। একই সাথে তার বিরুদ্ধে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগ উঠেছে। এঘটনায় মারপিটের শিকার ছাত্রলীগ নেতা বাদী হয়ে আওয়ামী লীগে যোগ দেওয়া ওই বিএনপি নেতার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
শনিবার সকালের দিকে ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা বলেন, বিষয়টি খতিয়ে দেখার জন্য একজন পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই অভিযোগের সত্যতার প্রমাণ পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
জানা গেছে, উপজেলার মথুরাপুর ইউনিয়নের ছাতিয়ানি গ্রামের আবু রায়হানের ছেলে আব্দুল ওয়াহাব (৫৫)। তিনি মথুরাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য। প্রায় এক বছর আগে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেন।
বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তিনি ছাতিয়ানি বাজারে চা স্টলের পাশে দাঁড়িয়ে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে বিভিন্ন কটূক্তি করেন। তখন এর প্রতিবাদ করেন মথুরাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সবুজ ও ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মজনু সেখ।
এসময় ক্ষুব্ধ হয়ে আব্দুল ওয়াহাব ও তার লোকজন ছাত্রলীগ নেতা কামরুজ্জামান সবুজ, লুৎফর রহমান লাভলু ও যুবলীগ নেতা মজনু সেখকে মারপিট করে। এঘটনায় ছাত্রলীগ নেতা কামরুজ্জামান সবুজ বাদী হয়ে শুক্রবার রাতে আব্দুল ওয়াহাব সহ তিনজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেন।
আব্দুল ওয়াহাব বলেন, কয়েকদিন আগে আমার এক আত্মীয়কে মারপিট করেছিলেন ছাত্রলীগ নেতা সবুজ ও তার লোকজন। এঘটনা নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে সবুজকে মারধর করেছি। তবে বঙ্গবন্ধু ও প্রধানন্ত্রীকে নিয়ে কোনো কটূক্তি করিনি।
ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসান আহম্মেদ জেমস মল্লিক বলেন, গত সংসদ নির্বাচনের সময় আব্দুল ওয়াহাব বিএনপি থেকে স্বেচ্ছায় আওয়ামী লীগে যোগদান করেছেন। বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রমাণ পেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।