স্টাফ রিপোর্টার:: নগরীর চৌহাট্টা পয়েন্টে ট্রাফিক পুলিশের মোটরসাইকেলের মধ্যে ‘বোমা’ থাকার গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এর ফলে দেখা দিয়েছে আতঙ্ক।
বুধবার (৫ আগস্ট) রাত সাড়ে ৮টায় এই প্রতিবেদন লেখা অবধি পুলিশের বেশ কিছু সদস্যকে ঘটনাস্থলের পাশে সতর্ক অবস্থায় থাকতে দেখা গেছে। পুলিশের ক্রাইসিস রেসপন্স টিমের (সিআরটি) সদস্যদেরকেও ঘটনাস্থলের পাশে অবস্থান করতে দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামন থেকে চৌহাট্টা পয়েন্ট ঘিরে রেখেছে পুলিশ। চৌহাট্টা পয়েন্টে আগে পুলিশ বক্স যেখানে ছিল, এর পাশে রয়েছে ওই মোটরসাইকেলটি। মোটরসাইকেলটির মালিক এসএমপি’র ট্রাফিক সার্জন চয়ন নাইডু। তিনি সন্ধ্যা সাড়ে ৬টা দিকে নগরীর চৌহাট্টা পয়েন্টের পাশে মোটরসাইকেলটি রেখে পাশের চশমার দোকানে যান। সেখানে কাজ সেরে এসে দেখেন মোটরসাইকেলের উপর ‘বোমা’ সাদৃশ্য বস্তু। তখনই উনি প্রাশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান।
এ প্রসঙ্গে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিয়া বলেন, ‘পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। বোমা বিশেষজ্ঞদের খবর দেওয়া হয়েছে। তারা এলে মোটরসাইকেলে বোমা আছে কিনা, নিশ্চিত হওয়া যাবে।