মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর, আল-জামি আল-কামিল ফিল হাদীছ আছ-ছহীহ আশ-শামিল-এর সংকলক বিশিষ্ট মুহাদ্দিছ ডঃ যিয়াউর রহমান আল-আযমী গতকাল ৩০ জুলাই আরাফার দিন যোহরের সময় মদীনা মুনাওয়ারায় মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর । বাদ মাগরিব মসজিদে নববীতে তাঁর জানাযা অনুষ্ঠিত হয়।
ডঃ আযমী ভারতের উত্তর প্রদেশের আযমগড় যেলার একটি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি হিন্দু পরিবারের সদস্য ছিলেন। মাধ্যমিক পর্যন্ত নিজ গ্রামে শিক্ষা অর্জন করার পর আযমগড় শিবলী কলেজে ভর্তি হন। ১৯৫৯ সালে এই কলেজের হাইস্কুল শাখা থেকে তিনি এসএসসি পাশ করেন। এরপর কলেজে ভর্তির প্রস্তুতির সময় তিনি ইসলাম গ্রহণ করেন। অতঃপর মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে তিনি অনার্স ডিগ্রি অর্জন করার পর মিসরের আল-আযহার বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
তিনি মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের হাদীছ অনুষদের ডীন ছিলেন। অবসর গ্রহণের পর তিনি মসজিদে নববীতে দরস প্রদান করতেন এবং বেশ কয়েকটি হাদীছ গ্রন্থ শেষ করেন। সৌদি সরকার তাঁকে সেদেশের নাগরিকত্ব প্রদান করে।