মৌলভীবাজার :: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয় সদর উপজেলার সরকার বাজার, বাজার রোড, আল মাহবুব সেন্টার, নাদামপুর বাজার, মাজার রোড, বেকামুড়া রোড, কাজির বাজারে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানে ৭টি প্রতিষ্ঠানকে সাড়ে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
গত মঙ্গলবার অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন। তাকে সহযোগিতা করে শেরপুর ফাঁড়ির পুলিশের একটি দল।
অভিযানকালে মূল্য তালিকা না রাখা, মেয়াদ উত্তীর্ণ ওষুধ, খাদ্যপণ্য ও প্রসাধনী বিক্রি করা, অতিরিক্ত দামে পণ্য বিক্রি করা, নির্দিষ্ট তাপমাত্রায় ফ্রিজে ওষুধ সংরক্ষণ করার কথা থাকলেও বাইরে রেখে বিক্রিসহ বিভিন্ন অনিয়মের দায়ে সরকার বাজারস্থ ঝন্টু স্টোরকে ১ হাজার, জননী ভেরাইটিজ স্টোরকে ১ হাজার, ইয়াছমিন এন্ড মাহি ভেরাইটিজ স্টোরকে ২ হাজার, বাজাররোডস্থ জালালিয়া ফার্মেসিকে ৩ হাজার, আল মাহবুব সেন্টারস্থ মৌসুমী ফার্মেসিকে ২ হাজার, নাদামপুর বাজারস্থ জারা স্টোরকে ৫শ’ মাজার রোডস্থ রুবেল ডিপার্টমেন্টাল স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।