দক্ষিণ সুরমা প্রতিনিধি:: সিলেটের দক্ষিণ সুরমার ১নং মোল্লারগাঁও ইউনিয়নে এলজিএসপি বরাদ্দকৃত রাস্তার সিসি ঢালাই কাজে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে ৯নং ওয়ার্ডের মেম্বার, বেটুয়ারমুখ গ্রামের মৃত আকবর আলী ছেলে মোঃ মইন উদ্দিন এর বিরুদ্ধে গত ১৮ই জুন ২০ইং তারিখে দক্ষিণ সুরমা উপজেলা অফিসার বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন বেটুয়ারমুখ গ্রামের মৃত আব্দুল মজিদ এর ছেলে মোঃ শামীম আহমদ। এরূপ আরেকটি অভিযোগ সিলেটের জেলা প্রশাসক বরাবরে গত ৩০ জুন তারিখে দায়ের করেছেন (যার নং-৬৩)। তার প্রেক্ষিতে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয় থেকে অভিযোগের সঠিক তদন্ত প্রেরন করতে দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসনকে নিদের্শ (স্মারক নং-০৫.৪৬.৯১০০.০০৯.২৭.০০৮.১৬-৩৪৩) দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে গত ১৯জুলাই দক্ষিণ সুরমা উপজেলা প্রকৌশলী বিভাগ এলজিএসপি বরাদ্দকৃত রাস্তার সিসি ঢালাই কাজে পরিদর্শন করে তদন্তের কাজ করছেন। দক্ষিণ সুরমা উপজেলা প্রকৌশলী বিভাগ তদন্তের প্রতিলিপি সিলেট জেলা প্রশাসকের স্থানীয় সরকার শাখা উপ পরিচালক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান এর কাছে প্রতিবেদন প্রেরণের জন্য নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য , অভিযোগ সূত্রে জানা যায়, মোল্লারগাঁও ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বেটুয়ার মুখ গ্রামের পশ্চিমে লক্ষীপুর প্রাথমিক বিদ্যালয়ের সামন থেকে মোঃ আবুল মিয়ার বাড়ি পর্যন্ত প্রায় ২৮০ কাঁচা রাস্তা এলজিএসপি কর্তৃক প্রায় ২ লক্ষ টাকা ব্যয়ে ঢালাই কাজের মাধ্যমে রাস্তার উন্নয়ন কাজের দায়িত্ব পান মেম্বার মইন উদ্দিন। রাস্তাটি খাড়া ৪ ইঞ্চি ও প্রস্থ ৭ ফুট এবং ঢালাই কাজে ৪/১ মাল দিয়ে ২০ ফুট পর পর ককসিট দিয়ে ঢালাই কাজ করার জন্য অনুমোদিত হয়। কিন্তু দায়িত্ব প্রাপ্ত মেম্বার রাস্তাটির খাড়া ৪ ইঞ্চি ঢালাই না করে দেড় থেকে দুই ইঞ্চি খাড়া ঢালাইর কাজ গত ২৭ জুন ভারি বৃষ্টির মধ্যে সম্পন্ন করার মাধ্যমে মেম্বার মইন উদ্দিন দুর্নীতি ও অনিয়ম করেছে। এছাড়াও মেম্বার মইন রাস্তার কাজের জন্য ৪০০ ফুট কনক্রিট, ৩০০ ফুট বালু ও ৭০ বস্তা সিমেন্ট ক্রয় করে যা দিয়ে ২ লক্ষ টাকার কাজ সঠিক ভাবে সম্পন্ন হবে না বলে অভিযোগ পত্রে উল্লেখ করা হয়। এছাড়াও মেম্বার মইন উদ্দিনের বিরুদ্ধে হযরত শাহ জালাল লতিফিয়া পাঞ্জেগানা মসজিদের ২ লক্ষ ১৫ হাজার টাকা আত্মসাত করায় বেটুয়ার মুখ গ্রামের মৃত ধন মিয়া ছেলে মোঃ কামাল আহমদ বাদী হয়ে দক্ষিণ সুরমা থানায় গত ১৮/১২/২০১৯ তারিখে মামলা দায়ের করেন। যার নং ২২/৩১৬/২০১৯। দক্ষিণ সুরমা থানার তদন্তকারী কর্মকর্তা বিজ্ঞ আদালতে প্রতিবেদন জমা দিয়েছেন। এছাড়াও মেম্বার মইন এর বিরুদ্ধে সরকারী বিরুদ্ধে কার্যকলাপে জড়িত থাকা অভিযোগে বিগত ১৭/১২/২০১৮ইং তারিখে একটি বিস্ফোরক মামলা হয়েছে। যার প্রতিবেদন আদালাতে জমা দাখিল করা হয়েছে। সরকারি সম্পদ রক্ষা ও জনস্বার্থে বিষয়টি সুষ্ঠু তদন্তপূর্ব মেম্বার মইন উদ্দিনের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন বেটুয়ারমুখ গ্রামবাসী।