এসবিএন ডেস্ক: সন্ত্রাসী হামলার আশঙ্কায় মার্কিন নাগরিকদের জন্য বিশ্বজুড়ে ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর।
বিবিসি অনলাইনসহ আন্তর্জাতিক প্রায় সবগুলো গণমাধ্যমে এই বিবৃতি প্রকাশিত হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, আগামী বছরের ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত এই সতর্কতা বহাল থাকবে।
আইএস, আল কায়দা, বোকো হারামসহ বেশ কয়েকটি জঙ্গি দল বিভিন্ন অঞ্চলে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছে বলে তাদের কাছে খবর আছে।
গত কয়েক দিনে ফ্রান্স, রাশিয়া ও মালিসহ বেশ কয়েকটি দেশে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। এর আগেও ২০১১ ও ২০১৩ সালে যুক্তরাষ্ট্র এ রকম সতর্কতা জারি করে।