গত ২৫ মে “বহির্বিশ্বে জাতীয়তাবাদী ফোরাম বড়লেখা” নামে বড়লেখা উপজেলায় বিভিন্ন সময়ে দায়িত্বপালনকারী সাবেক ছাত্রনেতা যারা এখন পৃথিবীর বিভিন্ন দেশে বসবাস করছেন তাদের সমন্বয়ে বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরাম বড়লেখা নামে নুতন একটি আন্তর্জাতিক সংগঠনের আত্মপ্রকাশ করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বেসরকারী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক মামুন হুসাইন তাদের কে অভিনন্দন জানান।
আয়ারল্যান্ড প্রবাসী বড়লেখা উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক প্রভাষক আব্দুস সহিদকে সভাপতি ও বড়লেখা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক যুক্তরাষ্ট্র প্রবাসী মিজানুর রহমান মিজানকে সাধারণ সম্পাদক করে ৫৫ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়েছে।
কুয়েতে অবস্থানকারী মৌলভীবাজার জেলা বিএনপির উপদেষ্টা ফয়সল আহমদ ও যুক্তরাস্ট্রে বসবাসকারী বড়লেখা পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোক্তাদির হোসেন মিছবাহ।
কমিটির অন্যান্য কর্মকর্তারা হচ্ছেন যথাক্রমে, সিনিয়র সহ সভাপতি সাংবাদিক শাহান আহমদ চৌধুরী ( যুক্তরাজ্য ), সহ-সভাপতি ফখরুল ইসলাম ( যুক্তরাজ্য ), সহ সভাপতি জালাল আহমদ চৌধুরী ( যুক্তরাজ্য ), সহ-সভাপতি ফখরুল ইসলাম জীবন (যুক্তরাজ্য), সহ-সভাপতি মইনুল ইসলাম (কানাডা)।
যুগ্ম সম্পাদক, আলীম উদ্দিন (যুক্তরাজ্য), যুগ্ম সম্পাদক, ফয়জুল হক (ফ্রান্স), সহ- সাধারন সম্পাদক, ছয়েফ উদ্দিন (ফ্রান্স), সহ-সাধারন সম্পাদক, কাওছার আহমদ (যুক্তরাষ্ট)।
সাংগঠনিক সম্পাদক (৩ জন ) মধ্যপ্রাচ্য জোন: তাজ উদ্দিন (কুয়েত) ইউরোপ জোন: সাইফুল ইসলাম খোকন (পর্তুগাল), আমেরিকা জোন: বাবলু চৌধুরী ( ব্রাজিল )।
ট্রেজারার আজিম উদ্দিন (যুক্তরাজ্য) সহ-ট্রেজারার বদরুল ইসলাম (যুক্তরাজ্য), তথ্য ও গবেষনা সম্পাদক ইউসুফ জাকারিয়া খান (যুক্তরাজ্য), সহ তথ্য বিষয়ক সম্পাদক জাকির হোসেন বাবলু (সৌদি আরব), আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক সাইফুল আলম রাসেল (পর্তুগাল) , সহ আর্ন্তজাতিক সম্পাদক ইমরান মাহমুদ (আমিরাত) প্রচার ও প্রকাশনা সম্পাদক, মোস্তাক আজিক মান্না (সৌদি আরব), সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক, জুবের আহমদ আসিফ দুুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান বিষয়ক সম্পাদক: মুজিবুর রহমান (ফ্রান্স), সহ -দুর্যোগ ও ব্যবস্থাপনা ত্রাণ বিষয়ক সম্পাদক, আমির সুহেল (যুক্তরাজ্য), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক : সিব্বির আহমদ (কুয়েত), সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, রেজাউল করিম (ইউক্রেন)
প্রবাসি কল্যান সম্পাদক, মুরাদ আহমদ (যুক্তরাজ্য) সহ-প্রবাসি কল্যান সম্পাদক, আব্দুল হক (সৌদি আরব), সহ-প্রবাসি কল্যান সম্পাদক, আরাফাত আহমদ শুভ (সৌদি আরব) ধর্ম ও সমাজসেবা বিষয়ক সম্পাদক, কয়েছ আহমদ (কাতার), সহ-ধর্ম সমাজসেবা বিষয়ক সম্পাদক, আব্দুল ওয়াহেদ চৌধুরী পারভেজ (পর্তুগাল)।
এছাড়া সদস্যবৃন্দ হলেনঃ শরিফুল হক সাজু (কাতার) মিফতা সিদ্দীকী চৌধুরী প্রিন্স (যুক্তরাজ্য), আব্দুল হাছিব (যুক্তরাষ্ট্র), আব্দুল আহাদ (যুক্তরাজ্য), গুলজার আহমেদ (ফ্রান্স), হেলাল উদ্দিন (ফ্রান্স) আব্দুল জব্বার (কাতার), ইমরান আজিজ (ফ্রান্স), হোসেন আহমদ (আমিরাত), আব্দুল হাফিজ (কাতার), আসুক আহমদ খান (ফ্রান্স), আফজল হোসেন (কাতার), মাসুম আহমদ (যুক্তরাষ্ট্র), মোহাম্মদ সুলতান হোসেন মিছবাহ (সৌদি আরব), আরাফাত আহমদ শুভ (সৌদি আরব), এমাদ আহমেদ (কাতার), আব্দুর রৌফ (স্পেন), আব্দুর রহিম (কাতার), মাসুম চৌধুরী (ফ্রান্স), আনোয়ার হোসেন (আমিরাত) জুবের আহমদ ফাহিম (কাতার), মিজানুর রহমান (যুক্তরাষ্ট্র), সাইফুল ইসলাম আলম (যুক্তরাজ্য) আলী হোসেন (আমিরাত)।
এক বিবৃতিতে তিনি বলেন, “দেশের ক্রন্তিলগ্নে দলপ্রেমী প্রবাসী ভাইদের কাছে জাতীর প্রত্যাশা অনেক। গণতন্ত্র উত্তরণে ফ্যাসিস্ট সরকারের অপকর্ম বিশ্ববাসীর সামনে তুলের ধরার মাধ্যমে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন একই সাথে সমাজসেবা ও উন্নয়নমূলক কার্যক্রম ব্যাপকভাবে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন ।”