দক্ষিণ সুরমার লালাবাজারে ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন লালাবাজার মিষ্টির আভিজাত ফুলকলি শোরুমের স্বত্বাধিকারী,লালাবাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক ও লালাবাজার ইউনিয়ন যুবলীগ সভাপতি নিজাম আহমদ। সারা দেশের ন্যায় লালাবাজারের অসহায়,হতদরিদ্র ও নিম্ন শ্রেণী পেশার শ্রমিকরা বিশ্ব মহামারী করোনা ভাইরাসে প্রাদুর্ভাবে গৃহবন্দী হয়ে পড়েছে। আর এই অসহায় মানুষের পাশে দাঁড়াতে প্রতি দিন গড়ে ৫ শত মানুষের মধ্যে ইফতার বিতরনের আয়োজন করেন তিনি। মাস ব্যাপি এই কর্মসূচি দেখে তার সাথে অনেক প্রবাসী ভাইয়েরা নগদ অর্থ প্রদান সহ নানা কর্মসূচি হাতে নিয়েছে। নিজাম আহমদের এরকম ব্যাতিক্রমধর্মী কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সর্বস্তরের জনগণ ।
এ ব্যাপারে আলাপকালে নিজাম আহমদ বলেন, লালাবাজারের বিভিন্ন কলোনির বাসিন্দারাও সমাজের একটি অংশ।তাদের এ বিপদের দিনে নিজ উদ্যোগে একটু পাশে থাকার চেষ্টা করেছি। তিন রমজান থেকে পুরো মাস কলোনির বাসিন্দা সহ কর্মহীন,দিনমজুর, রিক্সা,ভ্যানগাড়ি,ঠেলাগাড়ি চালকদের মধ্যে ইফতার সামগ্রী ও একবেলা খাবার বিতরণ করেছি। এতে করে এসব অসহায় পরিবারগুলি কিছুটা হলেও তৃপ্ত হয়েছে। তার এ মানবিক কাজে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।