দক্ষিণ সুরমা উপজেলা দাউদপুরে আলহাজ্ব মিজানুর রহমান ফাউন্ডেশনের উদ্যেগে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান গত ১৯ মে মঙ্গলবার দুপুরে সিকন্দরপুর মুন্সি বাড়িতে অনুষ্ঠিত হয়।
পবিত্র মাহে রমজান এবং করোনাভাইরাস জনিত দুর্যোগময় সময় ও ঈদ উপলক্ষে বিভিন্ন গ্রামের দরিদ্র ও কর্মহীন১হাজার পরিবারের মধ্যে ঈদ উপহার স্বরূপ নগদ ৫০ হাজার টাকা,চাল,ডাল,পিয়াজ,তৈল, লবণ,ছোলা,খেজুর ইত্যাদি খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক,সিলেট জেলা আওয়ামীলীগের সদ্য সাবেক সদস্য এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর।
বিশিষ্ট মুরব্বি আলহাজ্ব আবু সাঈদ এর সভাপতিত্বে ফাউন্ডেশনের অর্থ সম্পাদক মাহমুদুল হাসানের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আলহাজ্ব মিজানুর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মিজানুর রহমান মিজান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য, সিলেট জেলা যুবলীগের সদ্য সাবেক সদস্য জাহেদ হাসান,গণদাবী পরিষদের দক্ষিণ সুরমা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক বদরুজ্জামান কাবুল।
অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন এলাকার মুরব্বি আব্দুস ছত্তার ময়নু,রেঙ্গা আশুগঞ্জ বাজার নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এম এ ফয়েজ,মুরব্বি মুহিব উদ্দিন,ফারুকুর রসিদ মুন্না,আহবাব হোসেন বাচ্চু,সেবুল আহমদ প্রমুখ।
দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা এনামুল হক।
অনুষ্ঠানে বক্তারা বলেন,আর্ত মানবতার লক্ষ্যে আলহাজ্ব মিজানুর রহমান ফাউন্ডেশন গরিব অসহায় কর্মহীন মানুষের কল্যাণে নিঃসার্থে কাজ করে যাচ্ছে। ফাউন্ডেশনের কল্যাণমুলক কাজে এলাকার দরিদ্র অসহায় মানুষ সাহায্যে সহযোগিতা পেয়ে উপকৃত হচ্ছেন। বক্তারা বলেন,বিভিন্ন দুর্যোগময় সময়ে সহায়তা নিয়ে ফাউন্ডেশন মানুষের পাশে দাঁড়ায়। তারই ধারাবাহিকতায় করোনা ভাইরাস চলাকালীন সময় ও মাহে রমজান,ঈদ উপলক্ষে গরীব মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করছে। এটা অত্যান্ত প্রশংসনীয় ও মহতি উদ্যোগ। বক্তারা মানবতার কল্যাণে সেবামূলক সকল কার্যক্ষম অব্যহত রাখার আহবান জানান।