যুক্তরাজ্য ভিত্তিক চ্যারিটি সংস্থা গরীব এন্ড এতিম ফান্ড ট্রাস্টের পক্ষ থেকে আজ ১৯ মে মঙ্গলবার সিলেট জেলার দক্ষিণ সুরমা,ওসমানীনগর ও বিশ্বনাথ উপজেলার সন্ধিস্থল নাজির বাজারে করোনা সঙ্কটে নিপতিত হয়ে কর্মহীন শ্রমজীবী ১শ’টি দরিদ্র-অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।গরীব এন্ড ইয়াতিম ফান্ড ট্রাস্ট ইউকে’র রামাদ্বান ফ্যামিলি ফুডপ্যাক ডিস্ট্রিবিউশন কার্যক্রমের আওতায় ২২কেজি ওজনের এ খাদ্য সহায়তা প্যাকে রয়েছে গরুর মাংস,চাল,ডাল,লবন,সয়াবিন,পিয়াজ রসুন,আলু, চিনি এবং লাচ্ছি সেমাই সহ অন্যান্য খাদ্য সামগ্রী।
গ্লোবাল ফাউন্ডেশন সিলেট (জিএফএস)-এর ব্যবস্থাপনায় এবং নাজির বাজার দারুল কুরআন মাদ্রাসার সহযোগিতায় সিলেট-ঢাকা মহাসড়কের পার্শ্বে দক্ষিণ সুরমার নাজির বাজার দারুল কুরআন মাদ্রাসা কমপ্লেক্সেে অনুষ্ঠিত এ খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্লোবাল ফাউন্ডেশন সিলেট-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও দৈনিক সিলেট সংলাপ সম্পাদক-প্রকাশক মুহাম্মাদ ফয়জুর রহমান,গরীব এন্ড এতিম ফান্ড ট্রাস্টের প্রতিনিধি মাওলানা শাফি এবং নাজাত ইসলামি মারকাজ-এর শিক্ষক মাওলানা মারুফ বিল্লাহ।
খাদ্য সামগ্রী বিতরণের পূর্বে এক সংক্ষিপ্ত বক্তব্যে গ্লোবাল ফাউন্ডেশন সিলেট (জিএফএস) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান,বিশিষ্ট সাংবাদিক-লেখক ও প্রবাসী বিষয়ক গবেষক মুহাম্মদ ফয়জুর রাহমান, পবিত্র রমজানে বৃহত্তর নাজির বাজার এলাকায় করোনা সঙ্কটে নিপতিত হয়ে কর্মহীন শ্রমজীবী দরিদ্র-অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসার জন্য গরীব এন্ড ইয়াতিম ফান্ড ট্রাস্ট ইউকে’র মহাসচিব শেখ সালেহ হামিদী,ভাইস চেয়ারম্যান কে এম আবু তাহের চৌধুরীসহ পরিচালনা পর্ষদ এবং আর্থিক ও মানবিক সহায়তা প্রদানকারী যুক্তরাজ্য প্রবাসী ভাই-বোনদের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। রামাদ্বানের শেষ দিকে এবং পবিত্র ঈদুল
ফিতরকে সামনে উল্লেখযোগ্য পরিমাণ খাদ্য সামগ্রী পেয়ে কর্মহীন শ্রমজীবী মানুষেরা দারুণ খুশি।
খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের সমন্বয়কের ভূমিকা পালন করেন নাজির বাজার দারুল কুরআন মাদ্রাসার মুহতামিম মাওলানা জাহিদ হাসান। মঙ্গলবারের খাদ্য সহায়তা কার্যক্রমে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড়ভোকেট মুহিত হোসাইন,দি নিউ ন্যাশন ও দৈনিক আজকালের খবর এর সিলেট ব্যুরোচীফ শফিক আহমদ শফি ও রেজাউল হক ডালিম,সমাজসেবী শামসুল হক বাবুল ও মো.লিটন হোসাইন এবং নাজির বাজার দারুল কুরআন মাদ্রাসার শিক্ষক মাওলানা মকসুদ হাসান প্রমুখ।
উল্লেখ্য যে,খাদ্য সহায়তা গ্রহণকারী দরিদ্র পরিবার সমুহ বৃহত্তর নাজির বাজার এলাকার ২৫ টি গ্রামের অধিবাসী।