দক্ষিণ সুরমা প্রতিনিধি:করোনাভাইরাস প্রাদুর্ভাব ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ধরাধরপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন অব ইউকের অথার্য়নে ১৮ মে সোমবার দুপুরে দক্ষিণ সুরমার তেতলী ইউনিয়নে ধরাধরপুর গ্রামে হতদরিদ্র,সর্বশ্রেনীর ৫ শতাধিক পরিবার মথ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ উপলক্ষে সামাজিক দূরত্ব বজায় রেখে এক অনুষ্টানের আয়োজন করা হয় ধরাধরপুর সমাজ কল্যান সমিতির সাধারন সম্পাদক আহমদ হোসেন রেজার সভাপতিত্বে ও সদস্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল উদ্দিন রাসেলএর পরিচালনায়। বক্তব্য রাখেন ধরাধরপুর সমাজ কল্যান সমিতির সভাপতি খলিলুর রহমান,কোষাধ্যক্ষ গোলাম মোস্তাফা কামাল,সদস্য হাজী জয়নাল অাহমদ,ধরাধরপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন অব ইউকের উপদেষ্টা জয়নাল তালুকদার,ব্যবসায়ী বাবুল আহমদ। অারো অন্যান্যদের মধ্যে। উপস্তিত ছিলেন জামাল উদ্দিন,ছফুর রহমান ফয়জুর রহমান,মুকিত আহমদ,তমাল আহমদ,ফখরুল ইসলাম,সামাদ আহমদ,ইফতি,সাইদ,সামীন প্রমুখ।
সভায় নেতৃবৃন্দ ধরাধরপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন অব ইউকের মেম্বার ও প্রবাসীরা করোনাভাইরাস প্রাদুর্ভাব ও মাহে রমজানে অসহায়দের পাশে দাড়ায় তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।