বিশ্বনাথ প্রতিনিধিঃ
সিলেটের বিশ্বনাথে একদিনে করোনায় সর্বোচ্চ আক্রান্ত হয়েছেন ৫ জন। উপজেলার জনস্বাস্থ্য বিভাগের প্রকৌশলীসহ চার পুলিশ সদস্য করোনা শনাক্ত হয়েছে। থানা পুলিশ সদস্যদের মধ্যে দু’জন উপপরিদর্শক (এসআই) ও দু’জন সহকারী উপপরিদর্শক (এএসআই) রয়েছেন। বর্তমানে জনস্বাস্থ প্রকৌশলী তার বাসায় এবং পুলিশ সদস্যদের সিলেট বিভাগীয় পুলিশ হাসপাতালের আইসোলেশনে আছেন। এনিয়ে বিশ্বনাথে সরকারী কর্মকর্তা ছয়জনসহ করোনায় আটজন আক্রান্ত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো.কামরুজ্জামান। তিনি একাত্তরের কথাকে বলেন,ওই পাঁচজনের করোনা শনাক্ত হলে বুধবার রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন,গত ১০ মে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচও) ডা.আব্দুর রহমান’র করোনা শনাক্তের পর ওই দিন জনস্বাস্থ্য প্রকৌশলী ও ৮জন পুলিশ সদস্যদের নমুনা পরীক্ষার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওই প্রকৌশলী ও ৮জন পুলিশের মধ্যে ৪ জনের করোনা শনাক্ত করা হয়। ইউএনও বলেন,পুলিশ সদস্যরা যে বাসায় থাকতেন ওই বাসা বৃহস্পতিবার দুপুরে লকডাউন করেছেন।
বিশ্বনাথ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শামীম মুসা বলেন,করোনা পজিটিভ শনাক্ত হওয়া চার পুলিশ সদস্যদের সিলেট বিভাগীয় পুলিশ হাসপাতালের আইসোলেশনে পাঠানো হয়েছে।
উল্লেখ্য,বৃহস্পতিবার পর্যন্ত বিশ্বনাথে ৯৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তারমধ্যে ৪৮জনের ফলাফল পাওয়া গেছে। আর ইউএইচও,জনস্বাস্থ্য প্রকৌশলী, পুলিশ, এক প্রসূতী নারী ও এক শিশুসহ সর্বমোট ৮ জনের করোনা শনাক্ত হয়েছে।