সিলেট সিটি কর্পোরেশনের , ১০, ১১ ও ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর মাসুদা সুলতানা সকি’র উপর হামলা ও বাডি গেরাও করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা করেছে মহিলা কাউন্সিলবৃন্দ। ৭ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে নগরীতে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এসম কাউন্সিলরবৃন্দ বলেন করোনা ভাইরাস চলাকালীন সময় কর্মসূচীতে ২৭ নং ওয়ার্ডের জনগন সতপুত উপস্তিতে জনসমাগম বেশী হয়ে স্বাস্থ্যবিধি ক্ষতি হবে এবং সহকর্মীর কাউন্সিলর এর উপর হামলা হওয়ার কারণে আপাতত নগর ভবনের প্রধান ফটকের সামনে প্রতিকী অবস্থান কর্মসূচি স্থগিত করেছি। পরর্বতীতে আমারা কর্মসূচি ঘোষণা করব। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিসিকে’র
১,২ ও ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর এডভোকেট সালমা সুলতানা, ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর এডভোকেট কুলসুমা বেগম পপি, ১৬,১৭ ও ১৮ নং ওয়ার্ডের কাউন্সিলর শাহানারা বেগম, ১৯, ২০ ও ২১ নং ওয়ার্ডের কাউন্সিলর নাজনীন আক্তার কণা, ২২, ২৩ ও ২৪ নং ওয়ার্ডের কাউন্সিলর রেবেকা আক্তার লাকী, ২৫, ২৬ ও ২৭ নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র এডভোকেট রোকসানা বেগম শাহনাজ প্রমুখ।
সভায় বক্তরা বলেন মহিলা কাউন্সিলদের সরকারী ত্রান বিতরণে সম্পৃক্ত না করার প্রতিবাদে অবস্থান কর্মসূচিকে বানচাল করতে উদ্দেশ্য মূলকভাবে কাউন্সিলর মাসুদা সুলতানা সকি’র উপর হামলা করা হয়েছে। বক্তারা হামলার তীব্র নিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন নৈতিক ভাবে সাকি দরিদ্র মানুষের জন্য ত্রান পাওয়ার আন্দোলনে সংগ্রামে সম্পৃক্ত হয়ায় তার উপর হামলা অত্যান্ত ন্যক্কার জনক ও নিন্দনিও। বক্তারা অনতিবিলম্বে হামলাকারীদের চিন্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। অন্যতায় সিলেট বাসীকে সাথে নিয়ে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে সিসিকে’র মহিলা কাউন্সিলরবৃন্দ।