মাহে রমজান উপলক্ষে ও করোনা ভাইরাস প্রাদুর্ভাবে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্ট।
দক্ষিণ সুরমার মোগলাবাজার ইউনিয়নয়ের রেঙ্গাঁ হাজীগঞ্জ স্কুল এন্ড কলেজ মাঠে আজ সোমবার কর্মহীন মানুষদের মধ্যে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের ভাইস্ প্রেসিডেন্ট এনামুল কবিরের সভাপতিত্বে ও ট্রাস্টের নির্বাহী পরিচালক শাহীন আহমদের পরিচালনায় খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সিলেট-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাহমুদ উস সামাদ চৌধুরী খাদ্যসামগ্রী বিতরণের শুভ উদ্বোধন করেন।জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব আব্দুল মজিদ লাল মিয়ার অর্থায়নে মোগলাবাজার ইউনিয়নে ৪৫০ জন, দক্ষিণ সুরমা ও অন্যান্য ইউনিয়নসহ সিলেট মহানগরে মোট ২০০০ পরিবারের মধ্যে পর্যায়ক্রমে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ আক্তার হোসেন, ট্রাস্টের উপদেষ্টা সোনাওর আলী সোনা, দিলোয়ার হোসাইন, ট্রাস্টের নির্বাহী সদস্য সাংবাদিক জাহাঙ্গীর আলম মুসিক, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ইমরান, ইকবাল একাডেমির প্রিন্সিপাল শামীম আহমদ, সহকারী শিক্ষক আরিফ আহমদ, ফুটবলার আজিজ রহমান, ছাত্রলীগ নেতা দুলাল আহমদ, সমাজকর্মী মইন উদ্দিন