গোলাপগঞ্জ প্রতিনিধি:: বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস ও পবিত্র মাহে রমজান মাস কেন্দ্র করে অসহায় কর্মহীন গৃহবন্দী মানুষের পাশে দাঁড়ালো ধারাবহর এক মাইল খাদিমুল কোরআন পরিষদ। সোমবার (৩ মে) প্রবাসী ও সংগঠনের যৌথ অর্থায়নে ৪২টি পরিবারের ঘরে ঘরে নিয়ে খাদ্য সামগ্রী পৌছে দেয় পরিষদের নেতৃবৃন্দগণ। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাল,ডাল, আলু, পেঁয়াজ, তেল, চানা, খাজুর সহ নিত্য পণ্য দ্রব্য সামগ্রী।
খাদ্য বিতরণের সময় পরিষদের নেতৃবৃন্দগণের সাথে কথা বললে তারা জানান, পৃথিবীর মতো বাংলাদেশের মানুষ লক ডাইন মধ্যে দিন যাপন করতেছে। যার ফলে সকল পেশার মানুষ কর্মহীন অবস্থায় দিন কাটাচ্ছে। এমতাবস্থায় আমাদের পরিষদের সিদ্ধান্ত মতে এবং প্রবাসী ভাইয়ের সহযোগিতার আমরা প্রথম ধাপে ৪২ টি পরিবারকে সহায়তা প্রাদান করতে পেরেছি। ইনশাআল্লাহ আগামিতে আরো ব্যাপক পরিসরে সহযোগিতা করবো। আমরা প্রবাসী বিত্তবান ভাই বোনদের আহবান করবো আপনারা কর্মহীন গৃহবন্দী মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিন।