বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারি সংখ্যা বেশ আশানুরুনপ ভাবে বাড়ছে। বিশেষ করে আমাদের দেশে এই বাড়তি প্রনবতা খুবই বেশী। এই মুহূর্তে আমাদের দেশের প্রায় ১৩ কোটি মানুষ মোবাইল ফোন ব্যবহার করছে এবং এর প্রায় অর্ধেকের বেশী পরিমান ইন্টারনেটের সাথে যুক্ত।
তো সে যাই হোক, এতো পরিসংখ্যান বর্ণনা না করে সরাসরি কাজের কথায় আশা যাক। যারা নিয়মিত ইন্টারনেট চালান তাদের অনেকেই লিমিটেড নেট লাইন ব্যবহার করেন। যাদের টাকা ফুরলেই নেট অফ। আর আনলিমিটেড নেট লাইনের যে বিল আশে সেটা সবার পক্ষে বহন করা সম্ভব নয়।
তাই আজকে আপনাদের শেয়ার করবো কি গুগল ক্রোম ব্যবহার করে আপনার নেট বিল কমাবেন?