বিশেষ প্রতিবেদক:: মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি – বর্তমান সময়ের এক জনপ্রিয় নাম। দুর্যোগকালীন সময়ের সাহসী সন্তান। করোনা মহামারীর ফলে সারাদেশের অবস্থা যখন খুবই নাজুক, চারিদিকে যখন মানুষের শুধুই আহাজারি। ঠিক তখনই সিলেট ৩ আসনের মানুষের পাশে এসে সহযোগিতার হাত প্রসারিত করেছেন, নির্বাচনী এলাকার প্রতিটি জনসাধারণের পাশে দাঁড়িয়েছেন। অসহায় হতদরিদ্রের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ, কৃষি সামগ্রী বিতরণ, সহ ব্যাক্তিগত উদ্যোগে প্রবাসী পরিবারে খাদ্য সামগ্রী দিয়ে যাচ্ছেন তিনির ব্যাক্তিগত ফোন কলের মাথ্যমে প্রবাসী পরিবারে খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছেন রাতের আদারে দলী নেতা কর্মীদের মাধ্যমে যা প্রবাসীদের মন কেড়েছেন প্রবাসীর দৃষ্টান্ত স্হাপন করেছেনএছাড়াও ফেঞ্চুগঞ্জ এলাকার অসহায় দরিদ্রদের মধ্যে নিয়মিত খাদ্য সামগ্রীর পাশাপাশি মাছ, সবজি ও তরিতরকারি বিতরণ করে গোটা দেশ জুড়ে বেশ প্রশংসা কুঁড়িয়েছেন। সিলেটের অন্যান্য নির্বাচনী এলাকার স্থানীয় সাংসদরা তাদের জনগণ থেকে অনেকটা দূরে। অথচ মাহমুদ সামাদ চৌধুরী এখনো তার নির্বাচনী মাঠে। সরকারি সহযোগিতা ছাড়াও তার ব্যাক্তিগত সহযোগিতা মূলক কার্যক্রম সুধীমহলের কাছে প্রশংসার দাবীদার। জনসেবাকে ইবাদত মনে করে শুধু নির্বাচন বৈতরণী নয়, বরং পরকালীন মুক্তির পথকে প্রশস্ত করতে দিনরাত কাজ করে যাচ্ছেন অবিরত। ফলে শুধু দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ নয় সমগ্র সিলেট জুড়ে তাঁর নাম জোরেশোরে উচ্চারিত হচ্ছে। সময়ের পরিক্রমায় মাহমুদ উস সামাদ চৌধুরীর উন্নয়ন মূলক কর্মকাণ্ড ও বর্তমান সময়ের মানবিক কার্যক্রম তরুণ প্রজন্মের কাছে প্রেরণা উৎস হয়ে থাকবে। করোনা মহামারী হয়তো থাকবে না কিন্তু মাহমুদ উস সামাদ চৌধুরীর এসব মানবিক কার্যক্রম সিলেট ৩ আসনের মানুষের মুখে মুখে প্রতিফলিত হবে।