বিশ্বনাথ প্রতিনিধি: করোনা মহামারিতে বন্ধ থাকা, সিলেটের বিশ্বনাথে বাজার এলাকায় দুটি বাসায় ৯ ইউনিট এবং তিনটি মার্কেট, আল হেরা শপিং সিটি মার্কেট ও রামসুন্দর স্কুল মার্কেট এবং এ আর চেরাগ আলী মার্কেটে থাকা দোকান ঘরের (এপ্রিল) এক মাসের ভাড়া মওকুফ করে মানবিকতার ব্যতিক্রমী উদাহরণ গড়েছেন যুক্তরাজ্যস্ত বসবাসকারী ও আওয়ামীলীগ ডরসেট শাখার সভাপতি, বিশিষ্ট কমিউনিটি নেতা এ আর চেরাগ আলী। এক মাস ধরে ঘর থেকে বের হতে না পারা ও কাজকর্ম বন্ধ থাকায় অভাব-অনটনে অনেকটাই বেহাল অবস্থা সবার। আর এমন পরিস্থিতিতে মানবিক কারণে একমাসের বাড়ি ভাড়া না নেয়ার ঘোষণায় দেওয়ায় দারুণ খুশি ভাড়ায় থাকা ব্যবসায়ী ও চাকরীজিবী পরিবার। অসহায় হয়ে পড়া অনেক ভাড়াটিরা জানান, বাড়ির মালিক যে উদারতা দেখিয়েছেন তাতে আমরা অনেক খুশি। এমন বিপদে তিনি যা করেছেন সত্যিই প্রশংসনীয়। তিনি এপ্রিল মাসের ভাড়া মওকুফ করে দিয়েছে। এর জন্য উনাকে অসংখ্য ধন্যবাদ। এ আর চেরাগ আলী বলেন, বিশ্বে মহামারি করোনা আতংকে অনেক দেশে সরকারের পক্ষ থেকে এবং অনেক বড়বড় মালিকরা মহা বিপদের এ সময়ে ভাড়াটিয়াদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, আমি ও আমার পরিবার মানবিক কারণেই, সরকারের পাশাপাশি ভাড়াটিয়াদেরকে এক মাসের ভাড়া না নেওয়ার ঘোষনা দিয়েছি। মহামারিতে গরিবদের সবাই দিচ্ছে। কিন্তু মধ্যবিত্তদের কেউ দিচ্ছে না। তাই তাদের কথা চিন্তা করে ঘরভাড়া মওকুফ করে দিয়েছি। যদি তাদের ভাড়া মওকুফ করে দেই, তাহলে ১ মাসের ভাড়ার টাকা দিয়ে তারা খেতে পারবেন, চলতে পারবেন। শুধু বাসা ভাড়া নয়, দীর্ঘ সময় ধরে বন্ধ থাকায় তিনটা মার্কেটে থাকা, অনেক দোকান ঘরের ভাড়াও মত্তকুফ করে দিয়েছি। তিনি আশা প্রকাশ করে বলেন, তার দেখাদেখি বিশ্বনাথে অন্যরাও ভাড়াটিয়াদের ভাড়া না নিয়ে, মহা বিপদের সময় তাদের পাশে দাড়াবেন।