নিজস্ব প্রতিবেদক: বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রাণে বিশ্বের প্রতিটি দেশ যখন লক ডাউন। আর এই লক ডাউন জন্য সকল কর্মীর আজ কর্মহীন হয়ে পড়েছে। কর্মহীন ও আর্থিক অসচ্ছল পরিবারের পাশে সহয়তার হাত বাড়িয়ে এগিয়ে আসলেন দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের যুবদলের সাবেক প্রচার সম্পাদক ও যুক্তরাজ্য প্রবাসী আব্দুল শহীদ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) ইউনিয়নের গ্রামে ১০০টি পরিবারকে তার ব্যাক্তিগত উদ্যোগে এ খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হয়। এই ত্রাণ সামগ্রী মধ্যে ছিলো চাল, তেল, ডাল সহ নিত্য প্রয়েজনীয় খাদ্য দ্রব্য।
যুক্তরাজ্য প্রবাসী ও সাবেক যুব নেতা আব্দুল শহীদ সাথে কথা বললে তিনি জানান, দেশে অঘোষিত লকডাউনের ফলে মধ্যম ও নিম্ন আয়ের লোকগুলো দিশেহারা হয়ে পড়ছে। অনেকের ঘরেই খাদ্যসামগ্রীর সঙ্কট প্রকটভাবে দেখা দিচ্ছে। যারা দিনমজুর,তারা পরিবার নিয়ে অভুক্ত থাকছে। ঘর বাজারসদাই শূন্য। আয়ের সবরকম উৎস বন্ধ। কোথায় থেকে দু’বেলা খাবারের ব্যবস্থা হবে তা তারা নিজেরাও জানে না। দেশের ক্রান্তিকালে এমন অবস্থায় দরিদ্র পরিবারের লোকজন পড়েছেন বিপাকে। সেসব খেটে খাওয়া দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়াতে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। তাই আমি অনুরোধ করবো সমাজের সামাজিক সংগঠন ও বিত্তশালী ব্যক্তিদের যার এই দূরদিনে অসহায় মানুষগুলোর সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে আসেন।